দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভারতশাসিত কাশ্মীরে বিশেষ মর্যাদা বাতিলের পর প্রথমবারের মতো নির্বাচন অনুষ্ঠিত হলো। বর্তমানে কেন্দ্রশাসিত জম্মু-কাশ্মীরে জেলা উন্নয়ন পরিষদের (ডিডিসি) নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসন দখল করেছে ফারুক আবদুল্লাহর নেতৃত্বাধীন গুপকর জোট।
এনডিটিভির এক খবরে বলা হয়েছে, পিপলস অ্যালায়েন্স ফর গুপকর ডিক্লারেশন (পিএজিডি) নামে এই জোটটি ভারতপন্থী হলেও কাশ্মীরে স্বশাসনের পক্ষে। তারা মোট ২৮০টি আসনের মধ্যে ১১২টিতে জয়লাভ করতে সক্ষম হয়েছেন। গত ২৮ নভেম্বর হতে শুরু হয়ে ১৯ ডিসেম্বর পর্যন্ত মোট ৮ ধাপে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হিন্দু জাতীয়তাবাদী ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সেখানে পেয়েছে ৭৪টি আসন। এর মধ্যে মুসলিম অধ্যুষিত কাশ্মীর থেকে বিজেপি পেয়েছে মাত্র ৩টি আসন। বাকিগুলো জম্মু অঞ্চলের ৪টি হিন্দু সংখ্যাগরিষ্ঠ জেলা হতে এসেছে। যেখানে তাদের উল্লেখযোগ্য সমর্থনও রয়েছে।
তাছাড়াও স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছেন ৪৯টি আসন ও ভারতের বর্তমান প্রধান বিরোধী দল কংগ্রেস পেয়েছে মাত্র ২৬টি আসন। বাকি কয়েকটি আসনের ফলাফল পরে ঘোষণা করা হবে বলে জানা যায়।
নির্বাচন কমিশন জানিয়েছে যে, ওই অঞ্চলটির ২০টি জেলাজুড়ে প্রায় ৬ মিলিয়ন ভোটারের মধ্যে ৫১ শতাংশেরও বেশি ভোট পড়েছে। এটিকে দেখা হচ্ছে গণতন্ত্রের বৃহত্তম উৎসব হিসেবে।
ভারত-সমর্থিত রাজনৈতিক দল পিপলস কনফারেন্সের সভাপতি এবং পিএজিডি মুখপাত্র সাজাদ লোন সংবাদ মাধ্যমকে বলেন, এই নির্বাচন পিএজিডির পক্ষে কাশ্মীরের জনগণের রায়। তাই আশা করছি যে, আমরা রাজনৈতিক প্রক্রিয়া পুনরায় চালু করতে পারবো।
কাশ্মীরে বিশেষ মর্যাদা বাতিলের পর ২০১৯ সালের আগস্টে অঞ্চলটির বেশিরভাগ রাজনৈতিক নেতাকে আটক করে ভারতীয় আইনপ্রয়োগকারী সংস্থা। তারপর হতেই জম্মু-কাশ্মীরে রাজনৈতিক কার্যক্রম প্রায় বন্ধ হয়ে যায়।
এই বিষয়ে পিপলস কনফারেন্সের সভাপতি এবং পিএজিডি মুখপাত্র সাজাদ লোন বলেন, আমরা জম্মু ও কাশ্মীরের জনগণের জন্যই একত্রিত হয়েছি। অন্যরা কে কী বললো বা না বললো, সেদিকে কর্ণপাত করার মতো সময় নেই।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের সার্জিক্যাল মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর
অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।