দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ১৭ বছরের এক ছাত্রীকে পোশাক ‘রুচিশীল’ নয়, এই কারণে স্কুল হতে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। কারণ ওই ছাত্রী অন্তর্বাসের মতো পোশাক পরেছিলো।
এই ঘটনার পর প্রচণ্ড ক্ষোভ প্রকাশ করেছেন ওই ছাত্রীর বাবা। তিনি ছবিসহ গোটা ঘটনার বিবরণ তুলে দিয়েছেন জনপ্রিয় সোস্যাল মিডিয়া ফেসবুকে। তিনি দাবি করেছেন যে, যথেষ্ট ভদ্রবেশেই স্কুলে গিয়েছিলেন তার মেয়ে। স্কুলের এমন ব্যবহার মেনে নেওয়া যায় না।
এমন একটি ঘটনা ঘটেছে ব্রিটিশ কলম্বিয়ার ক্যামলুপস শহরে। ক্রিস উইলসনের ১৭ বছরের মেয়ে ক্যারিস কাঁদতে কাঁদতে বাড়ি ফেরেন। তার পোশাক অন্তর্বাসের মতো দেখাচ্ছে বলে তাকে বাড়ি পাঠিয়ে দিয়েছে স্কুল কর্তৃপক্ষ।
ক্যারিস সাদা ফুলহাতা টপ ও তার ওপর ফিতার কাজ করা হাঁটু পর্যন্ত ঝুলের কালো পোশাক পরে স্কুলে গিয়েছিল। তার বাবা ক্রিস বলেছেন, তার মেয়ের পোশাক যথেষ্টই ভদ্রসভ্য ছিল। শুধু ফিতার ডিজাইনের জন্য ‘অন্তর্বাস’ বলার কোনও মানেই হয় না।
এই বিষয়ে ক্রিস বলেছেন, এটা হওয়া মোটেও উচিত ছিল না। তিনি অভিযোগ জানালে স্কুলের তরফ থেকে বলা হয় যে, তারা বেশ কিছুটা পুরানোপন্থী। তবে এতে করেও রাগ কমেনি ক্রিসের। ফেসবুকে ছবি এবং ভিডিও শেয়ার করে লিখেছেন যে, আমি সত্যিই হতাশ, আমি মর্মাহত হয়েছি। ওই স্কুলের নিয়ম নিয়ে আমি খুবই বিরক্ত বোধ করছি।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের সার্জিক্যাল মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর
অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।