জাতীয়

করোনা পরিস্থিতি ভয়াবহ: অর্ধেক যাত্রী নিয়ে গণপরিবহন চলাচল শুরু

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সরকার ঘোষিত এক সপ্তাহের লকডাউন চলছে অত্যান্ত ঢিলেঢালাভাবে। তবে দু’দিন বন্ধ থাকার পর আজ থেকে আবারও শুরু হলো গণপরিবহন চলাচল।

গত ৫ এপ্রিল হতে গণপরিবহন বন্ধ ছিল। আজ (৭ এপ্রিল) সকাল ৬টা হতে সন্ধ্যা ৬টা বর্ধিত ভাড়া এবং অর্ধেক যাত্রী নিয়ে আবারও শুরু হয়েছে গণপরিবহন চলাচল। আন্তঃজেলা এবং দূরপাল্লার পরিবহন বন্ধ রয়েছে।

এর আগে গতকাল মঙ্গলবার (৬ এপ্রিল) দিনগত রাতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) গণপরিবহন চলাচলে নিষেধাজ্ঞা আরোপ বিষয়ক সংশোধিত বিজ্ঞপ্তিটি প্রকাশ করে।

সংস্থাটির পরিচালক (ইঞ্জিনিয়ার) শীতাংশু শেখর বিশ্বাস স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার হতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকাল ৬টা হতে সন্ধ্যা ৬টা পর্যন্ত সিটি করপোরেশন এলাকায় গণপরিবহন চলাচলে নিষেধাজ্ঞা শিথিল করা হয়েছে।

তার আগে গতকাল (মঙ্গলবার) সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এক প্রেস ব্রিফিংয়ে বলেন, লকডাউন পরিস্থিতিতে জনসাধারণের যাতায়াতে দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণপরিবহন চলাচলের বিষয়টি (শর্ত প্রতিপালন সাপেক্ষে) পুনর্বিবেচনা করে অনুমোদন দিয়েছেন।

তিনি জানান, কেবলমাত্র ঢাকা ও চট্টগ্রাম মহানগরসহ গাজীপুর, নারায়ণগঞ্জ, কুমিল্লা, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর এবং ময়মনসিংহ সিটি করপোরেশন এলাকাধীন সড়কে সকাল ৬টা হতে সন্ধ্যা ৬টা পর্যন্ত অর্ধেক আসন খালি রেখে গণপরিবহন চলাচল করতে পারবে।

উল্লেখ্য, গত ৩১ মার্চ ৬০ শতাংশ বাড়তি ভাড়ায় অর্ধেক যাত্রী নিয়ে শুরু করা হয় গণপরিবহনের চলাচল। কিন্তু লকডাউনের কারণে চলাচল বন্ধ ছিলো গণপরিবহন। তবে অফিস-আদালত অর্ধেক খোলা থাকায় কর্মজীবিদের অফিস যাতায়াতে সমস্যা সৃষ্টি হওয়ায় সরকার গণপরিবহন চালুর এই সিদ্ধান্ত নিলো।

এদিকে দেশের করোনা পরিস্থিতি দিনকে দিন আরও ভয়াবহ হচ্ছে। গতকালও (মঙ্গলবার) সর্বোচ্চ ৬৬ জন মারা গেছে করোনায়। একদিনে সর্বোচ্চ আক্রান্ত হয়েছে ৭২১৩ জন। হাসপাতালগুলোতে ধারণক্ষমতার বেশি রোগী থাকায় চরম শঙ্কায় রয়েছে স্বয়ং স্বাস্থ্য অধিদপ্তর। করোনা পরিস্থিতি স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে সরকারি নিষেধাজ্ঞা মানতে হবে। কঠোরভাবে নিষেধাজ্ঞা মানলে তবেই পরিস্থিতি স্বাভাবিক হতে পারে।

করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়

# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের সার্জিক্যাল মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।

This post was last modified on এপ্রিল ৭, ২০২১ 9:46 পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার

Recent Posts

জয়া এবার মা হচ্ছেন!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ জনপ্রিয়তার শিখরে আছেন অভিনেত্রী জয়া। দুই বাংলার জনপ্রিয় এই অভিনেত্রী…

% দিন আগে

মার্কিন পতাকা নামিয়ে ফিলিস্তিনি পতাকা উড়লো হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অবরুদ্ধ গাজায় ইসরাইলি গণহত্যার বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রে চলমান ক্যাম্পাস বিক্ষোভের…

% দিন আগে

বাংলা সাল যেভাবে এলো

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বৈশাখ এলে বাংলা সালের কথা আমাদের মনে পড়ে। আসলে এই…

% দিন আগে

নদী ও নৌকা: এক অসাধারণ গ্রামের দৃশ্য

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪ খৃস্টাব্দ, ১৭ বৈশাখ ১৪৩১…

% দিন আগে

আপনি কী জনেন দিবানিদ্রার অভ্যাসে বাড়তে পারে ডিমেনশিয়ার ঝুঁকি!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দিনের বেলায় ঘুমানোকে আমরা ভাত ঘুম বলে থাকি। তবে দিনের…

% দিন আগে

ডিপিএস এসটিএস স্কুল ঢাকার ২০২৩-২৪ সেশনের গ্র্যাজুয়েশন অনুষ্ঠান

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ডিপিএস এসটিএস সিনিয়র স্কুল অডিটোরিয়ামে আয়োজিত হয়েছে ডিপিএস এসটিএস স্কুল…

% দিন আগে