দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আফগানিস্তানে তারাবির নামাজের সময় মসজিদে অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে একই পরিবারের ৮ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
আফগানিস্তানে তারাবির নামাজের সময় মসজিদে অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে একই পরিবারের ৮ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
গত ১৭ এপ্রিল রাতে আফগানিস্তানের পূর্বাঞ্চলের নানগারহার প্রদেশে এই লোমহর্ষক ঘটনাটি ঘটেছে। ওই প্রদেশটির গভর্ণর জিয়াউল হক আমারখিল জানিয়েছেন যে, শহরের জালালাবাদে এই বন্দুক হামলাটি হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে, জমিজমা সংক্রান্ত বিরোধে এই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে।
আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে গভর্ণর আমারখিল বলেছেন, মসজিদটিতে তারাবির নামাজের সময় গুলি চালানো হয়। তবে প্রাথমিকভাবে পাওয়া তথ্যে জানা যায়, জমিজমা নিয়ে বিরোধে এই ঘটনা ঘটেছে।
উল্লেখ্য, আফগানিস্তানে জমিজমা নিয়ে প্রায় সময় বিরোধ হয়ে থাকে। আফগানিস্তানে প্রতিশোধমূলক হত্যা খুব সাধারণ একটি ঘটনা। বিচারপ্রার্থী পরিবারের সদস্যরা প্রায় সময়ই সহিংস পথ অবলম্বন করে থাকেন প্রতিপক্ষের বিরুদ্ধে।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের সার্জিক্যাল মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর
অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।