দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আবাসস্থল বা ঘর মানেই শান্তির স্থান। মনকে প্রফুল্ল রাখতে আপনি আপনার আবাসস্থলে সুগন্ধ ছিটাতে পারেন। এতে করে মন যেমন প্রফুল্ল হতে তেমনি, নিজেকে সতেজ মনে হবে।
সবাই চান নিজের ঘরটাকে একটু পরিপাটি করে সাজাতে। আর ঘর পরিপাটি করে সাজানোর পর একটি জিনিস দরকার তা হলো সুগন্ধ। এই সুগন্ধ ছিটালে আপনার মন প্রফুল্ল হবে। তাইতো বিশেষজ্ঞরা বলে থাকেন, চোখের আরামের জন্য দেখার সৌন্দর্য যতোটা প্রয়োজন, ততোটাই প্রয়োজন সুবাস। ঘরে ঢুকেই যদি সুন্দর একটি গন্ধ নাকে আসে তাহলে শুরুতেই মন ভালো হয়ে যেতে বাধ্য।
যে কোনো সময় কৃত্রিম উপায়ে ঘরে সুগন্ধ ছড়িয়ে দেওয়াই যায়। তবে তাতে মন ভরে কী? তবে প্রাকৃতিক কিছু উপাদান ব্যবহার করেই আবাসস্থলের অন্দরে সুন্দর গন্ধ ছড়িয়ে দিতে পারেন আপনি অনায়াসে।
# সুগন্ধ ছড়ানোর আগে বাড়ির দুর্গন্ধ দূর করা অত্যন্ত দরকার। এর জন্য কী করতে হবে জানেন? নিয়মিত বাড়ির ডাস্টবিন পরিষ্কার রাখতে হবে।
# আপনি বাড়ির একপাশে সুগন্ধী মোমবাতিও রেখে দিতে পারেন। চাইলে ছোট্ট একটি কাঁচের বাটিতে খানিকটা পানি দিয়ে তাতে ভাসিয়ে মোমবাতিটি আপনি রাখতে পারেন। এতে করে সুগন্ধও ছড়াবে, ঘরের সৌন্দর্যও অনেকটা বৃদ্ধি পাবে। আবার ইচ্ছে করলে সুগন্ধযুক্ত ধূপকাঠিও ধরিয়ে রাখতে পারেন। তাতে করে সারা ঘরে সুন্দর আবহ তৈরি হবে।
# ঘরে সুগন্ধ ছড়াতে ব্যবহার করতে পারেন শুকনো ফুলের পাপড়ি। যে কোনও ঘর সাজানোর সামগ্রী বিক্রির দোকানেই এটি পেতে পারেন।
# অনেকের বাড়িতেই কার্পেট এবং পাপোশ রাখা থাকে। এই জিনিসগুলি ময়লা এবং দুর্গন্ধের আঁতুরঘর বলা যেতে পারে। তাই সবসময় এগুলি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা একান্ত দরকার। আর এভাবেই আপনি ঘরতে সুগন্ধিযুক্ত করতে পারেন খুব সহজেই।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের সার্জিক্যাল মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর
অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।