দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অনেক নাটকের মধ্যে আসছে কোরবানী ঈদের আসছে অপূর্ব-সাবিলা অভিনীত নাটক ‘আগডুম বাগডুম’। ঈদ উৎসবে নাটকটি প্রকাশ হবে সিএমভির ইউটিউব চ্যানেলে।
সাম্প্রতিক সময়ের নাটকের অন্যতম সফল নির্মাতা হলেন রুবেল হাসান। অপূর্ব-মেহজাবীনকে নিয়ে তার ‘মিস্টার এন্ড মিস চাপাবাজ’ জনপ্রিয়তার বিচারে বলা যায় এক ইতিহাস। কারণ গত এক বছরে প্রকাশিত সবচেয়ে জনপ্রিয় নাটকের মধ্যে এটিই অন্যতম।
এবার রুবেল হাসান-অপূর্ব মিলে যুক্ত হলেন আরেকটি বিশেষ গল্পের নাটকের মধ্যে। নাটকটির নাম ‘আগডুম বাগডুম’। যেখানে নায়িকা হিসেবে রয়েছেন সাবিলা নূর। এই গল্পটি লিখেছেন নাটকের নায়ক অপূর্ব নিজেই। আর চিত্রনাট্য তৈরি করেছেন রাজীব আহমেদ।
সিএমভির ব্যানারে সদ্য নির্মিত এই নাটকটির উল্লেখযোগ্য দুটি চরিত্রে অভিনয় করেছেন শহীদুল আলম সাচ্চু এবং সাবেরী আলম।
এই নাটকের গল্পে দেখা যাবে: ছোট ভাই এবং মাকে নিয়েই অপূর্বর ছোট সংসার। ছোট ভাই একটি দোকানে চাকরি করলেও বড় ভাই অপূর্ব বেকার। ছোট ভাই একই দোকানে অপূর্বর জন্যও চাকরি ঠিক করে। প্রথম দিনেই ক্রেতা সাবিলা নূরের সঙ্গে অপূর্বর বাধে ভীষণ ঝগড়া! সাবিলার অভিযোগে দুই ভাইয়ের চাকরিও চলে যায় এক সঙ্গে। নাটকের গল্পে মোড় নেয় অন্য এক নাটকীয়তা।
নির্মাতা রুবেল হাসান নাটকটি সম্পর্কে বলেছেন, নাটকের এই গল্পটি অপূর্ব ভাইয়ার। একেবারে ইউনিক একটা বিষয় রয়েছে এই নাটকে। কাজটা সবেই শেষ করলাম। আমার ধারণা যে, আসছে ঈদে এই নাটক অন্যতম কাজ হবে।
প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানিয়েছেন, ঈদ উৎসবে নাটকটি প্রকাশ হবে সিএমভির ইউটিউব চ্যানেলে।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের সার্জিক্যাল মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।