দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ১৬শ শতকের বিখ্যাত চিত্রকর্ম মোনা লিসা কে না চেনে? চিত্রকলার ইতিহাসে অন্য কোন ছবি এত আলোচিত ও বিখ্যাত হয়নি। সম্ভবত এই চিত্রকর্মটির প্রতি রূপ পৃথিবীতে সবচেয়ে বেশি বার আঁকা হয়েছে। সম্প্রতি গবেষকরা ন্যানো টেকনোলজি ব্যবহার করে মোনা লিসার সবচেয়ে ছোট প্রতিরূপ তৈরি করেছেন।
মোনা লিসা চিত্রকর্মটি লিওনার্দো দা ভিঞ্চি ইউরোপীয় পুনর্জাগরণ তথা রেনেসাঁ যুগে অঙ্কন করেছিলেন। মোনা লিসার সেই কৌতূহলোদ্দীপক হাসি যা পরবর্তীতে বহু প্রশ্নের জন্ম দিয়েছে এবং এ বিষয়ক বিতর্ক এখনো চলছে। যুক্তরাষ্ট্রের জর্জিয়া ইনস্টিটিউট অব টেকনোলজির একদল গবেষক পারমাণবিক অণুবীক্ষণ যন্ত্র ব্যবহার করে মোনা লিসার ক্ষুদ্রতম প্রতিরূপটি তৈরি করেছেন। মোনা লিসার প্রতিরূপ চিত্রটির আকার মাত্র ৩০ মাইক্রন যা মানুষের একটি চুলের প্রস্থের তিন ভাগের এক ভাগ মাত্র। খালি চোখে প্রতিরূপ চিত্রটি তাই দেখা সম্ভব নয়।
গবেষক দলটি জানায়, প্রতিরূপ নেয়ার প্রক্রিয়াতে কোন ব্রাশ, তুলি কিংবা পেনসিল ব্যবহার করা হয়নি। বরং রাসায়নিক উপায়ে নতুন একটি প্রক্রিয়া Thermo Chemical NanoLithography (TCNL) এর মাধ্যমে নতুন প্রতিরূপ নেয়া সম্পূর্ণ করা হয়। মজার বিষয় হচ্ছে অতিক্ষুদ্র চিত্রকর্মটির এক পিক্সেল এর আকার ১২৫ ন্যানোমিটার। উদ্ভাবিত নতুন পদ্ধতি সামনে নানা ক্ষেত্রে ব্যবহার করা যাবে। কেবল ছবি প্রতিরূপ তৈরি নয় ন্যানোইলেক্ট্রোনিক্স, বায়োইনিঞ্জিনিয়ারিং এ পরীক্ষা নিরীক্ষায় ব্যাপক কার্যকরী হবে। চিত্রকর্মটির প্রতিরূপ বিষয়ক প্রক্রিয়া এবং উদ্ভাবিত নতুন পদ্ধতি সম্পর্কে ল্যাংমুইর সাময়িকীতে ছাপা হয়েছে।
তথ্যসূত্র: ফক্সনিউজ
This post was last modified on জুলাই ১১, ২০১৫ 4:31 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ইসলামিক সঙ্গীত জগতে এক নয়াদিগন্তের সূচনা করলেন হোসাইন নূর। তার…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দু’টি কচ্ছপ নিয়ে রাস্তা দিয়ে হেঁটে চলেছেন এক তরুণী। কচ্ছপ…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪ খৃস্টাব্দ, ৭ পৌষ ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ফিটনেস প্রশিক্ষকরা বলেছেন, হাঁটাহাঁটি, দৌড়ানো, জগিং, সাইকেল চালানো কিংবা সাঁতার…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রায় একযুগেরও বেশি সময় পর মৌলিক গান নিয়ে মিউজিক ডোমেইনে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ১৯৫১ সালের নভেম্বর মাসে বিয়ে হয় ফে ও রবার্টের। বিয়ের…