দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জে কার্টন ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকাণ্ড ২৩ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। তবে সেখানে অন্তত ৫০ জনের মৃত্যু ঘটেছে বলে আশংকা করা হচ্ছে।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে জুস কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার প্রায় অর্ধশত মানুষের মৃত্যু হয়েছে বলে শুক্রবার (৯ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের সহকারী পরিচালক দেবাশীষ বর্ধণ সংবাদ মাধ্যমকে জানিয়েছে, ইতিমধ্যে পুড়ে মারা যাওয়া মরদেহগুলো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে। এ ছাড়াও অন্তত ৫০ জনের মরদেহ ভবনের ভেতর হতে উদ্ধার করা হয়।
রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ নুসরাত জাহান সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, কারাখানাটি থেকে লাশ বের করা হচ্ছে। তিনি আরও জানিয়েছে, বেশকিছু মরদেহ ইতিমধ্যেই অ্যাম্বুলেন্সে তোলা হয়েছে।
শ্রমিক ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সেজান জুস কারখানার ৭ তলা ভবনটির নীচতলায় কার্টন ফ্যাক্টরি থেকে আগুনের সূত্রপাত ঘটে। আগুনের লেলিহান শিখা একপর্যায়ে পুরো ভবনটিতে ছড়িয়ে পড়ে।
গতকাল বৃহস্পতিবার (৮ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে রূপগঞ্জে সজীব গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান হাসেম ফুড অ্যান্ড বেভারেজের ফুডস ফ্যাক্টরিতে আগুন লাগলে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট নিয়ন্ত্রণে একযোগে চেষ্টা চালিয়েও নিয়ন্ত্রণে আনতে পারেনি।। ২৩ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
ধারণা করা হচ্ছে এখানে কোনো দাহ্য পদার্থ ছিলো। সে কারণে আগুন আজ (শুক্রবার) ভোর ৬টার দিকে মোটামুটি নিয়ন্ত্রণে আসার পর মাত্র এক ঘণ্টার ব্যবধানে আগুন আবারও দাউ দাউ করে জ্বলে ওঠে। এই ঘটনায় বহু মানুষ এখনও নিখোঁজ রয়েছে।
এদিকে আহতদেরকে স্থানীয় হাসপাতালসহ রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ৩ জন ও শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ৩ জন ভর্তি রয়েছেন।
এদিকে দীর্ঘক্ষণ ধরে আগুন নিয়ন্ত্রণে আনতে না পারায় ফায়ার সার্ভিস ও পুলিশের সঙ্গে স্থানীয় শ্রমিকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। তারা পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে। এই সময় গণ মাধ্যমের কিছু গাড়িও ক্ষতিগ্রস্থ হয়। পুলিশ কাঁদুনে গ্যাস নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে।
আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠিত হয়েছে।
# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের সার্জিক্যাল মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর
অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।
This post was last modified on জুলাই ৯, ২০২১ 2:29 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অনেকই সুজি খেতে খুবই ভালোবাসেন। তাই তারা প্রতিদিন সুজির পায়েস,…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথমবারের মতো প্যান ইন্ডিয়ান চলচ্চিত্র বানিয়েছেন নির্মাতা অনন্য মামুন। ঢালিউড…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আপনার যদি প্রতিদিন চিকেন খাওয়ার অভ্যাস থাকে, তাহলে জেনে রাখুন,…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কোটা সংস্কার আন্দোলনের সংগঠন ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’- এর অন্যতম সমন্বয়ক…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্কিন যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী প্রচারণায় প্রতিশ্রুতি দেন…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অবশেষে গত ৩১ বছর ধরে চলা ‘গোল্ডেন আউল’ বিতর্কের অবসান…