দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সিলিং ফ্যান পরিষ্কার করা বেশ কঠিন একটি কাজ। উঁচুতে হওয়ায় অনেকের পক্ষেই খুব সহজে এটি পরিষ্কার করা হয়ে ওঠে না। আজ সিলিং ফ্যান পরিষ্কার করার সহজ পদ্ধতি জেনেে নিন যা আপনার লাইফের জন্য জরুরি।
আপনার ঘরের ফ্যানের ব্লেডজুড়ে ময়লা দ্বিগুণ, তিনগুণ হয়েছে! ময়লার কারণে আপনার ফ্যানটিও ঘুরছে খুব আস্তে। যে কারণে এই গরমে আপনাকে বেশ সমস্যায় পড়তে হচ্ছে। তাই প্রথমেই জেনে রাখুন, এসব কাজ একেবারেই জমিয়ে রাখা যাবে না। বরং চেষ্টা করুন এই কয়েকটি উপায় সম্পর্কে। যা করলে খুব সহজেই পরিষ্কার করতে পারবেন আপনার সিলিং ফ্যানটি। এখন জেনে নিন বিষয়গুলো:
# শুরুতেই বিছানার উপর একটা বাতিল চাদর পেতে নিন। এতে ময়লা পরিষ্কার করার সময় বিছানাতে ময়লা পড়ার সম্ভাবনা থাকবে না। এবার হাতে নিন একটি শুকনো কাপড়। প্রথমে হালকাভাবে পরিষ্কার করে নিন ফ্যানের ব্লেডগুলো।
# শুকনো কাপড় দিয়ে ব্লেড মোছার পর ভেজা কাপড় ব্যবহার করতে পারেন। না হলে ব্লেড পরিষ্কার তো হবেই না, উলটো ব্লেডে ময়লা আরও আটকে থাকবে।
# আরও একটি পদ্ধতি হলো, পুরানো বালিশের কভারের মধ্যে ফ্যানের ব্লেড ঢুকিয়ে দিন। এরপর কাপড়ের মুখ চেপে নিয়ে হালকা করে টেনে নিতে হবে। দেখবেন ময়লা সব কভারের মধ্যে পড়ে ব্লেড একেবারে পরিষ্কার হয়ে যাবে।
# ফ্যানের ব্লেড পরিষ্কার করার সময় ডিটারজেন্টের সঙ্গে অল্প খাবার সোডা মিশিয়ে নিতে পারেন। এতে করে আপনার ফ্যানের ব্লেড আর ঝকঝকে দেখাবে।
# ফ্যানের ব্লেড পরিষ্কার করার জন্য ব্যবহার করুন খবরের কাগজ। প্রথমে শুকনো কাপড় দিয়ে ময়লা পরিষ্কার করে নিতে হবে, তারপর খবরের কাগজ অল্প পানিতে ভিজিয়ে ব্লেড পরিষ্কার করে ফেলুন।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের সার্জিক্যাল মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর
অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।