দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সালামি কথাটি সেই গাঁও-গেরামের নিয়ম হলেও শহরও এর ব্যতিক্রম নয়। ঠিক এমনই একটি ঘটনার খবর মিলেছে খোদ জাতীয় পর্যায়ে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শুভেচ্ছা জানাতে এসে তাকে সালামি দিয়েছেন এক প্রবীণ।
আমরা ছোট বেলা থেকেই দেখে আসছি ঈদের দিন সালাম করতে। আর সালাম করলে বিশেষ করে ছোটরা সালামি পেয়ে থাকেন। ঈদের সময় আমরা ছোট বেলায় অনেক টাকা সালামি পেয়েছি। সেই সালামির টাকা দিয়ে পিস্তল খেলনা আরও কতকিছু কিনেছি ছোট বেলায়!
এখন সেই আগেকার আমল নেই। সময়ের সাথে সাথে সবকিছুই পরিবর্তন হয়ে গেছে। আধুনিক যুগ আসার সাথে সাথে সবকিছুই যেনো পাল্টে গেছে। তবে আজকের এই ছোট্ট খবরটি একটি ব্যতিক্রম। কারণ খালেদা জিয়া। শুধু বিএনপি’র চেয়ারপারসন নয়। তিনি মহান জাতীয় সংসদে বিরোধী দলীয় নেত্রীও। তাই তাঁকে কেও যদি সালামি দেন তাহলে সেটি খবরের একটি বিষয়ে পরিণত হয়- এটাই স্বাভাবিক।
ঈদুল ফিতর উপলক্ষে শুক্রবার রাজধানীর শেরে বাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশিষ্ট নাগরিক, সাধারণ জনগণ ও কূননৈতিকদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।
অনুষ্ঠানে জনসাধারণের শুভেচ্ছায় খালেদা জিয়াকে বেশিরভাই ফুল দিয়ে শুভেচ্ছা জানান। কিন্তু জনৈক ওই প্রবীণ বেগম জিয়াকে সালামি দেন। তবে খালেদা জিয়াকে পর পর দুইবার সালামি দিতে গেলে তিনি সেই সালামি নিজ হাতে না নিয়ে মির্জা ফখরুলের হাতে দিতে বলেন। তখন ওই প্রবীণ মির্জা ফখরুলের হাতে খালেদা জিয়ার সালামি তুলে দেন।
উল্লেখ্য, সকাল ১১টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পৌঁছান বিএনপি চেয়ারপারসন। এ সময় তার পরনে ছিল ঘিয়ে রঙের শাড়ি। সম্মেলন কেন্দ্রে পৌঁছেই খালেদা জিয়া সিনিয়র নেতাদের নিয়ে মঞ্চে দাঁড়ান। এরপরই সারি বেঁধে একে একে খালেদা জিয়াকে ঈদের শুভেচ্ছা জানান। খালেদা জিয়াও তখন তাদের শুভেচ্ছা জানান। তথ্যসূত্র: বাংলাদেশ নিউজ২৪
This post was last modified on আগস্ট ১০, ২০১৩ 1:29 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ব্রণ বিষয়ে চিকিৎসকরা মনে করেন, অ্যাডাল্ট অ্যাকনির নেপথ্যে মূল কারণ…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সেরা প্রযুক্তি আও উদ্ভাবনের জোরে বিনোদনের সংজ্ঞাকে প্রতিনিয়ত পাল্টে দিচ্ছে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভিটামিন বি১২ শরীরের কতগুলো গুরুত্বপূর্ণ কাজ পরিচালনা করে। তাই এই…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আজ (সোমবার) আজিমপুর কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন বাংলা সিনেমার কিংবদন্তী…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় গত ৩ দিনে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভিডিও ভাইরাল করতে গিয়ে এক যুবক দেশলাই জ্বালিয়ে পেট্রোলের উপর…