দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আর যে কত রকম পোশাক আমাদের দেখতে হবে তার কোন ইয়ত্তা নেই। এবার এসেছে তরমুজের পোশাক! এ পোশাক এনেছে চীনের এক ব্যক্তি।
গরম পড়লে মানুষের অবস্থা কি হয় তা হয়তো আমাদের সকলেরই যানা আছে। ঠিক এমন কারণেই এই তরমুজের পোশাক। চীনে এখন পড়ছে ভীষণ গরম। এই গরম থেকে বাঁচার জন্য অনেকে অনেক রকম পন্থা অবলম্বন করছেন। তার মধ্যে এক পিতা অবলম্বন করেছেন এক অভিনব পদ্ধতি। তিনি ফ্রিজে রেখেছিলেন তরমুজ। পরে তা যখন জমে কঠিন আকার ধারণ করেছে তখন তা কেটে তার সন্তানদের জন্য মাথার ক্যাপ বানিয়েছেন। বানিয়েছেন প্যাণ্ট। প্যান্টের সঙ্গে দুটি ফিতা লাগিয়ে পুরোপুরি একটি জামায় রূপ দিয়েছেন। এর ফলে সেখানে এই গরমে তরমুজের বহুবিধ ব্যবহারের তথ্য বেরিয়ে এসেছে। জুলাইয়ে ওয়েনঝু অঞ্চলে শুরু হয়েছে প্রচণ্ড গরম। আর এই গরম থেকে বাঁচতেই এই পদ্ধতি অনুসরণ করেছে ওই চীনা ব্যক্তি। তথ্যসূত্র: অনলাইন