স্যামসাংয়ের নতুন অধ্যায়: গ্যালাক্সি জেড ফোল্ড৩ ফাইভজি ও গ্যালাক্সি জেড ফ্লিপ৩ ফাইভজি

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সম্প্রতি গ্যালাক্সি জেড ফোল্ড৩ ফাইভজি ও গ্যালাক্সি জেড ফ্লিপ৩ ফাইভজি স্মার্টফোন নিয়ে ভাঁজযোগ্য (ফোল্ডেবল) স্মার্টফোনের উদ্ভাবনী ক্ষেত্রে অনন্য এক মাত্রা যোগ করেছে স্যামসাং ইলেকট্রনিকস কোম্পানি লিমিটেড।

ফোল্ডেবল স্মার্টফোন ব্যবহারকারীদের চাহিদা মেটাতে প্রযুক্তিগত উৎকর্ষ ও ফ্ল্যাগশিপের সমন্বয়ে গতকাল অত্যাধুনিক এ ডিভাইস দু’টি বাজারে এনেছে প্রতিষ্ঠানটি।

এ দু’টি ডিভাইসই স্যামসাংয়ের প্রিমিয়াম ফোল্ডেবল স্মার্টফোন। ফোল্ডেবল ব্যবহারকারীদের চাহিদা অনুযায়ী এ ক্যাটাগরির তৃতীয় প্রজন্মের ডিভাইসগুলোতে প্রত্যাশিত ফোল্ডেবল অভিজ্ঞতা নিশ্চিত করে আরও দীর্ঘস্থায়ী করে তোলাসহ সহ গুরুত্বপূর্ণ সংযোজনগুলো অন্তর্ভুক্ত করা হয়েছে। আইকনিক ডিজাইন থেকে শুরু করে বিনোদন, সব ক্ষেত্রেই গ্যালাক্সি জেড ফ্লিপ৩ এবং জেড ফোল্ড৩ ব্যবহারকারীদের দিবে কাজ, কোনো কিছু দেখা ও বিনোদনের ক্ষেত্রে অনন্য অভিজ্ঞতা।

Related Post

থিয়েটারের বসে মতো দেখার মতো অভিজ্ঞতা দিতে জেড ফ্লিপ৩-এ রয়েছে ৭.৬-ইঞ্চি ইনফিনিটি ফ্লেক্স ডিসপ্লে। ব্যবহারকারীদের কাজে ও সৃজনশীলতায় সহায়তায় প্রথমবারের মতো কোনো ফোল্ডেবল ডিভাইসে এস পেন২ সাপোর্ট সংযুক্ত করা হয়েছে। এতে মাল্টিটাস্কের জন্য রয়েছে ফ্লেক্স মোড ফিচার, এটি দেখতে মসৃণ ও স্বাচ্ছন্দ্যে পকেটে রাখার মত করে ডিজাইন করা হয়েছে।

স্মার্টফোনটিতে রয়েছে উন্নত ক্যামেরা ফিচার এবং ব্যস্ত সময়ে তাৎক্ষণিক ব্যবহার করার সুবিধার্থে আছে বিশাল কভার স্ক্রিন৩। ফ্যান্টম ব্ল্যাক, ফ্যান্টম গ্রিন ও ফ্যান্টম সিলভার – এ তিনটি কালজয়ী রঙে ফোনটি পাওয়া যাবে। অন্যদিকে, উদ্দীপ্ত রঙের সমন্বয়, মসৃণ ডিজাইন ও প্রিমিয়াম ফিচার সমৃদ্ধ জেড ফ্লিপ৩ স্মার্টফোনটি ব্যবহারকারীদের দিবে নিজেকে আত্মপ্রকাশের অনুপ্রেরণা। ক্রিম, সবুজ, ল্যাভেন্ডার ও ফ্যান্টম ব্ল্যাক- এ চারটি অসাধারণ রঙে ফোনটি পাওয়া যাবে। গ্যালাক্সি জেড ফ্লিপ৩ -এ নতুনভাবে ডিজাইন করা কভার স্ক্রিন ব্যবহার করা হয়েছে, যেনো ফোনটি না খুলেই নোটিফিকেশন ও মেসেজ দেখা যায়।

অত্যাধুনিক ক্যামেরার ফিচার সমৃদ্ধ এ ফোনে ব্যবহারকারীরা আরও চমৎকার সেলফি তুলতে পারবেন। ১২০ হার্জের রিফ্রেশ রেটের ফলে ব্যবহারকারীরা অনেক স্মুথভাবে ফোন স্ক্রল ও শেয়ারিং করতে পারবেন। এ ফোনে ব্যবহারকারীরা স্পষ্ট ও স্পেশিয়াল এফেক্টসহ পাবেন দুর্দান্ত সাউন্ড অভিজ্ঞতা।

স্যামসাং ইলেকট্রনিকসের প্রেসিডেন্ট ও মোবাইল কমিউনিকেশন বিজনেসের প্রধান ড. টিএম রোহ বলেন, “গ্যালাক্সি জেড ফোল্ড৩ ও জেড ফ্লিপ৩ এর মাধ্যমে স্যামসাং ফোল্ডেবল স্মার্টফোনের সম্ভাবনায় আবারও নতুন এক মাত্রা যোগ করেছে। এটি বর্তমান দ্রুতগতির বিশ্বে ব্যবহারকারীদের বহুমুখী কাজ করার সুযোগ দিয়ে তাদের ক্ষমতায়নে ভূমিকা রাখবে।”

ফোল্ডেবল স্মার্টফোনের ইতিহাসে প্রথমবারের মতো ফোল্ড৩ ও জেড ফ্লিপ৩- এ আইপিX৮৪ পানি প্রতিরোধী ব্যবহার করা হয়েছে; ফলে, ব্যবহারকারীদের এখন আর বৃষ্টিতে ভিজে গেলে দুশ্চিন্তা করতে হবে না। স্ক্র্যাচ ও দুর্ঘটনাজনিত ড্রপ থেকে সুরক্ষার জন্য উভয় ডিভাইসই নতুন আর্মার অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি করা হয়েছে। ডিভাইসগুলোর যুগান্তকারী হাইডওয়ে হিঞ্জ ফ্লেক্স মোড৭ যেকোনো অ্যাঙ্গেলেই ডিভাইস দু’টি স্বাচ্ছন্দ্যে ব্যবহারের উপযোগী করে তুলেছে। পাশাপাশি, এর উন্নত সুইপার প্রযুক্তি ধুলাবালি ও অন্যান্য কণাকে প্রতিহত করতে এবং ডিভাইসের স্থায়িত্ব বজায় রাখতে সহায়তা করে।

এছাড়াও, ব্যবহারকারীদের অসাধারণ অডিও অভিজ্ঞতা দিতে প্রিমিয়াম কোয়ালিটির সাউড প্রদানের জন্য স্যামসাং নিয়ে এসেছে গ্যালাক্সি বাডস ২। এটি হতে পারে ব্যবহারকারীদের গ্যালাক্সি স্মার্টফোন, ট্যাবলেট বা স্মার্টওয়াচের উপযুক্ত সঙ্গী।

গ্যালাক্সি জেড ফোল্ড৩ এখন বিশ্বব্যাপী সর্বনিম্ন ১৭৯৯.৯৯ মার্কিন ডলারে পাওয়া যাচ্ছে; গ্যালাক্সি জেড ফ্লিপ৩ পাওয়া যাচ্ছে এবং গ্যালাক্সি জেড ফ্লিপ৩ পাওয়া যাচ্ছে ৯৯৯.৯৯ মার্কিন ডলারে এবং গ্যালাক্সি বাডস২ নির্দিষ্ট কিছু বাজারে পাওয়া যাচ্ছে ১৪৯.৯৯ মার্কিন ডলারে। পাশাপাশি, গ্যালাক্সি জেড ফোল্ড৩ ও গ্যালাক্সি জেড ফ্লিপ৩ এর থম ব্রাউন সংস্করণটি ১১ আগস্ট থেকে নির্দিষ্ট কিছু বাজারে প্রি-অর্ডারের জন্য পাওয়া যাচ্ছে।

বছরের পর বছর ব্যবহারের পরেও নির্ভরযোগ্য হয়ে থাকবে এমন ডিভাইস তৈরির মাধ্যমে স্যামসাং সবসময়ই ফোল্ডেবল খাতে নিজেদের নেতৃত্বের ঐতিহ্য বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ স্যামসাং। সামনের দিনগুলোতে ব্যবহারকারীদের জন্য আরও উদ্ভাবনী ডিভাইস নিয়ে আসার ব্যাপারে আশাবাদী প্রতিষ্ঠানটি। খবর প্রেস বিজ্ঞপ্তির।

করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়

# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর

অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।

This post was last modified on আগস্ট ১৪, ২০২১ 1:50 অপরাহ্ন

স্টাফ রিপোর্টার

Recent Posts

শীতে রোগমুক্ত জীবন চাইলে বন্ধুত্ব করুন এই দেশীয় ভেষজের সঙ্গে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এই শীতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে চাইলে এই ভেষজগুলো প্রতিদিনের…

% দিন আগে

ইউটিউবেও এবার এআই টুল যুক্ত করলো গুগল

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বিশ্বের অন্যতম জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম হলো ইউটিউব। অনলাইনে আয়…

% দিন আগে

শীতে শিশুদের জুভেনাইল আর্থ্রাইটিসের সমস্যা বৃদ্ধি পেলে কীভাবে সামাল দেবেন?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আর্থ্রাইটিস, অর্থাৎ বাত যে শিশুদেরও হয়, সে কথা অনেকেই হয়তো…

% দিন আগে

ইধিকার প্রেমের গুঞ্জন

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক শাকিব খানের সঙ্গে প্রথমবারের মতো 'প্রিয়তমা'…

% দিন আগে

মার্কিন যুক্তরাষ্ট্রে বর্ষবরণে গাড়ি হামলায় ১৫ জন নিহত

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্কিন যুক্তরাষ্ট্রের লুইজিয়ানার নিউ অরলিন্স শহরের ফ্রেঞ্চ কোয়ার্টারে বর্ষবরণের উদ্‌যাপনে…

% দিন আগে

বিচিত্র এক উদ্যোগ: জানাজা নামাজ আদায় প্রতিযোগিতা!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমরা অনেক প্রতিযোগিতা দেখে থাকি। তবে আজ এমন এক বিচিত্র…

% দিন আগে