দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমরা সবাই জানি একজন মানুষের শরীরে ২টি কিডনি থাকে। তবে এমন এক ব্যক্তির খবর পাওয়া গেছে যার শরীরে ২টি নয়, পাঁচটি কিডনি রয়েছে।
তিনবার রেনাল ট্রান্সপ্লান্ট সার্জারির পর ৫টি কিডনি নিয়েই বেঁচে রয়েছেন ভারতের চেন্নাইয়ের এক ব্যক্তি। গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ৪১ বছর বয়সি ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে কিডনির নানা জটিলতায় ভুগছিলেন। ১৪ বছর বয়সেই তার দুটি কিডনি বিকল হয়ে যায়।
১৯৯৪ সালে প্রথমবার তার কিডনি প্রতিস্থাপন করা হয়। তবে সেই কিডনিও বিকল গেলে ২০০৫ সালে আবারও তার কিডনি প্রতিস্থাপন করেন চিকিৎসকরা।
১২ বছর ধরে সেই কিডনি নিয়েই সুস্থ ছিলেন ওই ব্যক্তি। তবে আবারও তার জটিলতা দেখা দেয়। তারপর থেকে চার বছর ধরে নিয়মিতভাবে ডায়ালিসিস করছিলেন ওই ব্যক্তি। তবে বিভিন্ন শরীরিক জটিলতার কারণে আবারও কিডনি প্রতিস্থাপনের প্রয়োজন হয়ে পড়ে তার।
তবে সেখানেও একটা বড় চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে চিকিৎসকদের। চিকিৎসকরা জানিয়েছেন, ৪টি বিকল কিডনি শরীরে থাকার কারণে পঞ্চম কিডনি প্রতিস্থাপনের জায়গা নিয়ে সমস্যার মুখে পড়তে হয় তাদেরকে। তাছাড়াও নতুন কিডনি ধমনীর সঙ্গে যুক্ত করাও বেশ কঠিন ছিল।
আবার ৪টি বিকল কিডনি থাকার কারণে নতুন কিডনি প্রতিস্থাপনের জন্য জায়গাও পাওয়া যাচ্ছিল না। অপরদিকে বিকল ৪টি কিডনি ফেলে দিলে অতিরিক্ত রক্তপাতের আশঙ্কাও ছিল। তাই ৪টি বিকল কিডনির পাশেই পঞ্চম কিডনি প্রতিস্থাপন করার সিদ্ধান্ত গ্রহণ করেন চিকিৎসকরা। বর্তমানে শরীরে ৫টি কিডনি নিয়ে ওই ব্যক্তি সুস্থ রয়েছেন বলে গণমাধ্যমের প্রতিবেদনে জানা যায়।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।