দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কাঁটাতারের বেড়া টপকে বাবার কাছে ফিরল কাবুল বিমানবন্দরে সেনার হাতে পৌঁছালো সেই শিশুটি। শিশুটিকে তার বাবার হাতে তুলে দেওয়া হয়।
আফগানিস্তানের কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরের কাঁটাতারের বেড়ার উপর দিয়ে একরত্তি ওই শিশুটিকে মার্কিন সেনাবাহিনীর হাতে তুলে দেওয়ার ভিডিওটি সম্প্রতি ভাইরাল হয় অনলাইনে।
হাসপাতালে চিকিৎসা দেওয়ার পর শিশুটিকে তার বাবার হাতে তুলে দেওয়া হয়। সংবাদ সংস্থা এএনআই-কে শুক্রবার এ কথা দিয়েছেন মার্কিন প্রতিরক্ষা দফতরের মুখপাত্র জন কিরবি।
জন কিরবি বলেছেন, ‘‘সেনাবাহিনীর হাতে তুলে দেওয়ার সময় শিশুটির বাবা-মা বলেছিল যে, সে খুবই অসুস্থ। তার যেনো দেখাশোনা ও চিকিৎসা করা হয়। তারপরই বিমানবন্দরের মধ্যে থাকা হাসপাতালে চিকিৎসা করা হয় শিশুটির। চিকিৎসার পর একটু সুস্থ হতেই বাচ্চাটিকে তার বাবার কাছে ফিরিয়ে দেওয়া হয়।’’
এই ঘটনায় সেনাবাহিনীর সহানুভূতি ও মানবিকতার প্রশংসাও করেছেন তিনি। তবে শিশুটি এখন কোথায় রয়েছে তা অবশ্য তিনি জানেন না বলেও দাবি করেছেন।
আনন্দবাজার পত্রিকার এক খবরে জানা যায়, তালেবান কাবুলের দখল নেওয়ার পর হতেই অস্থির অবস্থা সৃষ্টি হয়েছে সেখানে। প্রচুর আফগানবাসী দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছেন। পালানোর চেষ্টা করছেন আরও অনেকেই। তা করতে গিয়ে ভয়াবহ অবস্থার সম্মুখীন হতে হয়েছে অনেককে। কেও বিমানের চাকায় ঝুলে পালাতে গিয়ে প্রাণ হারান। কেওবা আবার হুড়োহুড়িতে পদদলিতও হয়েছেন।
এক ব্রিটিশ অফিসার ব্রিটেনের এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে, এখনও প্রায় ১০ হাজার মানুষ কাবুল বিমানবন্দরের বাইরে ভিড় করে আছেন। ভিতরে ঢুকতে না পেরে কেও কেও তাঁদের বাচ্চাদের ছুড়ে দিয়েছেন কাঁটাতারের উপর দিয়েই।
ওই ব্রিটিশ অফিসার আরও বলেছেন, ‘‘ভয়ঙ্কর এক অবস্থা। মহিলারা তাঁদের বাচ্চাদের কাঁটাতারের উপর দিয়ে ছুড়ে দিচ্ছেন। সেনাদের বলছেন তাঁদের বাচ্চাদের ধরার জন্য। এভাবে ছুড়তে গিয়ে কেও কেও আটকে যাচ্ছেন কাঁটাতারে। এসব দেখে আমাদের সেনাদের অনেকেই কেঁদেও ফেলেছেন। অনেকের আবার সে জন্য কাউন্সেলিংও করানো হয়েছে।’’
# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।
This post was last modified on আগস্ট ২২, ২০২১ 11:28 পূর্বাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অনেকই সুজি খেতে খুবই ভালোবাসেন। তাই তারা প্রতিদিন সুজির পায়েস,…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথমবারের মতো প্যান ইন্ডিয়ান চলচ্চিত্র বানিয়েছেন নির্মাতা অনন্য মামুন। ঢালিউড…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আপনার যদি প্রতিদিন চিকেন খাওয়ার অভ্যাস থাকে, তাহলে জেনে রাখুন,…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কোটা সংস্কার আন্দোলনের সংগঠন ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’- এর অন্যতম সমন্বয়ক…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্কিন যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী প্রচারণায় প্রতিশ্রুতি দেন…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অবশেষে গত ৩১ বছর ধরে চলা ‘গোল্ডেন আউল’ বিতর্কের অবসান…