দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ঢাকাই সিনেমার গুণী অভিনেত্রী পারভিন সুলতানা দিতি জীবিত থাকতে ‘এ দেশ তোমার আমার’ সিনেমায় অভিনয় করেছিলেন। মৃত্যুর ৫ বছর পর তার অভিনীত সিনেমাটি ছাড়পত্র দিয়েছে সেন্সর বোর্ড!
এই সিনেমাটি নির্মাণ করেছেন এফ আই মানিক। গত ১৬ সেপ্টেম্বর বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে এই সিনেমাটি। বিষয়টি নিশ্চিত করেন সিনেমাটির অভিনেতা ও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান।
১৯৮৪ সালে ‘নতুন মুখের সন্ধানে’কার্যক্রমের মাধ্যমে ঢাকাই সিনেমায় জায়গা করে নেন দিতি। তার ক্যারিয়ারের প্রথম সিনেমা ছিলো উদয়ন চৌধুরী পরিচালিত ‘ডাক দিয়ে যাই’। দিতি অভিনীত মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র হলো ‘আমিই ওস্তাদ’। সাবলিল অভিনয়ের মাধ্যমে ক্যারিয়ারের শুরু থেকেই দর্শক হৃদয়ে জায়গা করে নেন চিত্রনায়িকা দিতি।
দিতির সর্বশেষ সিনেমা ‘এ দেশ তোমার আমার’। প্রায় ১০ বছর আগে সিনেমাটির শুটিং শুরু হয়। তারপর দীর্ঘদিন পর অন্যান্য কাজ শেষে সেন্সর ছাড়পত্র পেলো ‘এ দেশ তোমার আমার’। এতে করে দিতি অভিনীত সর্বশেষ সিনেমাটি মুক্তিতে আর কোনো বাধা রইলো না। তবে কবে মুক্তি পাচ্ছে সেটি এখনও জানানো হয়নি।
উল্লেখ্য, ২০১৬ সালের ২০ মার্চ ক্যান্সারে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান চিত্রনায়িকা দিতি।
# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।
This post was last modified on সেপ্টেম্বর ১৮, ২০২১ 2:53 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শীতকালে চামড়ায় টান ধরা নতুন কোনো বিষয় নয়। তবে সমস্যা…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অসতর্কতাবশত: হাত থেকে পড়ে গেলেও ফোনের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হওয়ার…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ওজন কমাতে গিয়ে তাড়াহুড়ো করা যাবে না, কারণ তাড়াহুড়া করলেই…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দেশের অন্যতম ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিনে স্ট্রিমিং হতে চলেছে সুপারস্টার শাকিব…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শেখ হাসিনার ঘনিষ্ঠের কাছ থেকে ফ্ল্যাট উপহার নেওয়া, সাংবাদিককে হুমকি…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ হাতিশালের মধ্যে ঘুমোচ্ছে পুচকে একটি বাচ্চা হাতি। শাবকের ঘুম ভাঙাতে…