দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আগামী ১ অক্টোবর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে বুবলী অভিনীত ‘চোখ’। প্রথমবারের মতো যে সিনেমায় পাশে থাকছে না শাকিব খান!
দেশের শীর্ষ তারকা শাকিব খানের বিপরীতে একটানা ডজন খানেকরও বেশি সিনেমায় অভিনয় করে আলোচিত হয়েছেন শবনম বুবলী। ২০১৬ সালে ‘বসগিরি’ সিনেমা দিয়ে বুবলীর যাত্রা শুরু হয় চলচ্চিত্রে। পরে টানা কাজ করেন শাকিবের সঙ্গে। ৫ বছর পর ২০২১ সালে এসে শাকিব ছাড়া মুক্তি পাচ্ছে বুবলীর প্রথম কোনো সিনেমা। যে সিনেমার নাম ‘চোখ’।
শাকিবের সঙ্গে এ যাবত যতো সিনেমায় অভিনয় করেছেন বেশীরভাগ সিনেমাই সফলতা পেয়েছে। সেইসঙ্গে ওইসব সিনেমা দিয়ে আলোচনায় উঠে আসেন বুবলী। এই প্রথমবারের মতো শাকিব ছাড়া অন্য নায়কের সঙ্গে সিনেমা মুক্তির দ্বারপ্রান্তে।
এই বিষয়ে জানতে চাইলে একটি সংবাদ মাধ্যমকে বুবলী বলেছেন, অবশ্যই বিচলিত নই। সিনেমা ভালো হলে দর্শকরা অবশ্যই গ্রহণ করবে। আমি কখনও বলিনি শাকিব খান ছাড়া কখনও অন্যকারো সঙ্গে অভিনয় করবো না। ভালো পরিচালক, চরিত্র পেলে অন্যদের সঙ্গেও অভিনয় করতে চেয়েছি। নায়িকা হিসেবে সবার সঙ্গেই আমি অভিনয় করতে চাই। তার প্রমাণও এবার দিলাম। এতে বিচলিত হওয়ার কিছু নেই।
শাকিব ছাড়া ‘চোখ’ এবং ‘ক্যাসিনো’, ‘রিভেঞ্জ’ ‘তালাশ’ নামে আরও তিনটি সিনেমা করেছেন বুবলী। সিনেমাগুলো মুক্তির অপেক্ষায় রয়েছে। তবে শাকিবের সঙ্গে বুবলীর জুটি ভেঙে যাওয়া গুঞ্জন বের হলেও সেটির কোনো ভিত্তি নেই! কারণ শাকিব-বুবলী জুটি বর্তমানে তপু খানের পরিচালনায় ‘লিডার আমিই বাংলাদেশ’ সিনেমায় কাজও করছেন। সিনেমাটির কাজ শেষর দিকে।
শাপলা মিডিয়ার প্রযোজনায় অনামিকা মণ্ডলের সংলাপ এবং চিত্রনাট্যে আসিফ ইকবাল জুয়েল পরিচালিত ‘চোখ’ সিনেমায় বুবলীর নায়ক নিরব এবং রোশান।
প্রযোজনা প্রতিষ্ঠান জানিয়েছে, গত কোরবানির ঈদেই ‘চোখ’ প্রেক্ষাগৃহে মুক্তির জন্য প্রস্তুত ছিল। করোনা সংক্রমণ বৃদ্ধির কারণে মুক্তি দেওয়া সম্ভব হয়নি। পরিস্থিতি কিছুটা অনুকূলে থাকায় ১ অক্টোবর ‘চোখ’ দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে।
# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।
This post was last modified on সেপ্টেম্বর ২১, ২০২১ 4:04 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ড এবং লেবাননজুড়ে ভয়াবহ হামলা চলমান রেখেছে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ স্বপ্ন দেখে তা মনে রাখা সত্যিই দুষ্কর। আর তাই রাতের…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪ খৃস্টাব্দ, ৩০ কার্তিক ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অনেকই সুজি খেতে খুবই ভালোবাসেন। তাই তারা প্রতিদিন সুজির পায়েস,…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথমবারের মতো প্যান ইন্ডিয়ান চলচ্চিত্র বানিয়েছেন নির্মাতা অনন্য মামুন। ঢালিউড…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আপনার যদি প্রতিদিন চিকেন খাওয়ার অভ্যাস থাকে, তাহলে জেনে রাখুন,…