দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এবার স্কাইপি নতুন ফিচার নিয়ে এলো। স্কাইপি জানিয়েছে, এখন থেকে এই ফিচারের মাধ্যমে একসঙ্গে ১০০ জন ভিডিও কল করতে পারবেন। স্কাইপি নিজেই এক বিবৃতির মাধ্যমে খবরটি নিশ্চিত করেছে।
করোনায় জনজীবন অবরুদ্ধ হলেই তখন গুরুত্ব বাড়ে ভিডিও কলের। দিনে দিনে যা আরও জনপ্রিয় এবং গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। ঠিক এমন সময় নতুন ফিচার নিয়ে হাজির হলো স্কাইপি।
২৪ ঘন্টার টানা মেয়াদে ১০০ জন পর্যন্ত যোগ দিতে পারবে এই ভিডিও কলে। যাদের স্কাইপি অ্যাকাউন্ট নেই তারাও ভিডিও কলে যোগ দিতে পারবেন। ২৪ ঘন্টা পর নিজে থেকেই বিছিন্ন হয়ে যাবে কলটি। যোগ দেওয়া ১০০ জনের মধ্যে একসঙ্গে স্ক্রিনেও দেখা যাবে ৪৯ জনকে।
স্কাইপির নির্মাতা সংস্থা মাইক্রোসফট এক বিবৃতিতে আরও জানিয়েছে, ডেস্কটপের জন্য নয়েজ ক্যানসেলেশন ফিচার যোগ হয়েছে। যে কারণে স্কাইপির ভিডিও কলে যখন কেও যুক্ত হবেন ও কথা বলবেন তখন পিছনের সমস্ত শব্দই বন্ধ হয়ে যাবে নিজে থেকেই। তথ্যসূত্র: আনন্দবাজার পত্রিকা।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।