দি ঢাকা টাইমস্ ডেস্ক॥ অ্যাপেলের আইফোন সম্পর্কিত সূত্রসমূহের তথ্য অনুযায়ী নতুন সাশ্রয়ী আইফোন 5S এবং 5C বাজারে আসছে এ বছরের অক্টোবরের ২৫ তারিখ।
পূর্বে আইফোন সংশ্লিষ্ট ব্লগ ও ওয়েবসাইট সমূহ নিশ্চিত করেছিল যে “বহুল প্রতীক্ষিত ‘আইফোন ৫ এস’ বাজারে আসছে ৬ সেপ্টেম্বর।” এবার সেই সময়সীমা পিছিয়ে অক্টোবরের ২৫ তারিখ নির্ধারিত হয়েছে। তবে এখন পর্যন্ত এ সংবাদকে গুজব হিসেবেই ধরে নেয়া যায়, কারণ এখন পর্যন্ত আইফোন নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপেল থেকে কোন নির্দিষ্ট সময় জানানো হয়নি। তবে ঘটনা যাই হোক আপাতত গুজবই উন্মাদনার মাত্রা বাড়িয়ে দিচ্ছে অ্যাপলপ্রেমীদের। আইফোনের কমদামি সংস্করণ নিয়ে তাই আইফোন প্রেমীদের জল্পনা-কল্পনা পৌঁছেছে অন্তহীন পর্যায়ে।
নতুন আইফোন 5S এ সংযুক্ত হচ্ছে ৮ মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর, যা দিয়ে স্বল্প আলোতেও উচ্চ মানের ছবি এবং ভিডিও সম্পাদনা করা যাবে। এছাড়াও এই ফোনের ডিসপ্লে ব্যবস্থায়ও বিশেষ পরিবর্তন থাকছে।
আপরদিকে আইফোন 5C হবে আইফোন 5S অপেক্ষা কম মূলের ফোন। আইফোন 5Cতে ব্যবহার করা হয়েছে প্ল্যাস্টিক পলিকারবোনেট প্রযুক্তির কেসিং, যে কারণে এই মডেলের মূল্য বেশ কম। সাশ্রয়ী মূলের এসব আইফোনের বিষয়ে কিছুদিন আগেই সংবাদ প্রকাশ হয়েছিল “কম দামে আইফোন আসছে।” অবশেষে এ আইফোন মডেলটি বাজারে আসছে বাহারি ভিন্ন রঙে। নতুন আইফোন পাওয়া যাবে নেভি, গোল্ড অরেঞ্জ, হোয়াইট, পিঙ্ক, গ্রিন, ব্লু, ইয়েলো এবং অরেঞ্জ। এছাড়া সাশ্রয়ী আইফনের গোপন রহস্য নিয়ে দি ঢাকা টাইমসে একটি সংবাদও প্রকাশ করা হয়।
সূত্রঃ দি টেকজার্নাল।