দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ পৃথিবীর চার পাশে ঘেরা রয়েছে একটি দৈত্যাকার চৌম্বক সুড়ঙ্গ। সেই সুড়ঙ্গই গোটা সৌরমণ্ডল হতে পৃথিবীকে যেনো আড়াল করে রেখেছে।
মেট্রোর গভীর টানেল কিংবা সুড়ঙ্গের মধ্যেদিয়ে ট্রেন চললে তাতে যেমন সুড়ঙ্গের উপরের কোনো কোলাহল ধরা পড়ে না, ঠিক তেমনই চার পাশ থেকে এই নীলাভ গ্রহটিকে মুড়ে রাখা চৌম্বক সুড়ঙ্গটিও পৃথিবীকে সৌরমণ্ডল-সহ বাকি ব্রহ্মাণ্ডের যাবতীয় কোলাহল থেকে যতোটা সম্ভব আড়াল করেই রাখে।
আন্তর্জাতিক বিজ্ঞান গবেষণা পত্রিকা ‘দ্য অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নাল’-এ গবেষণাপত্রটি প্রকাশিত হতে চলেছে। তবে ইতিমধ্যেই গবেষণাপত্রটি প্রকাশ করা হয় অনলাইন মাধ্যমে।
এতে রাতের আকাশের দুই বিপরীত প্রান্তে গভীর রহস্যে মোড়া দু’টি বিস্ময়কর কাঠামো দেখা যায়। একটি রয়েছে ‘নর্দার্ন পোলার স্পার’ এলাকাতে। অপরটি রয়েছে আকাশের একেবারে বিপরীত প্রান্তে। যার নাম হলো ‘ফ্যান রিজিওন’। নর্দার্ন পোলার স্পার-এর যে এলাকাতে আকাশে দেখা যায় রহস্যে মোড়া কাঠামোটি সেটি স্যাজিটারিয়াস নক্ষত্রপুঞ্জ হতে শুরু করে স্করপিয়াস, লুপাস, এমনকি সেন্টাওরাস নক্ষত্রপুঞ্জও ছাড়িয়ে গেছে।
ফ্যান রিজিওনটি দেখা যায় আমাদের আকাশগঙ্গা ছায়াপথের একটু উপরেই। এটি ছায়াপথের ১৩০ ডিগ্রি দ্রাঘিমাংশে। দু’টি এলাকা খালি চোখে ধরা পড়ে না। কারণ হলো সেখান থেকে বেরিয়ে আসে অত্যন্ত উষ্ণ এক্স রশ্মি ও রেডিও তরঙ্গ। তাই তাদের দেখা যায় রেডিও টেলিস্কোপেও।
গত শতাব্দীর ৬ এর দশক থেকেই এদের নিয়ে কৌতূহলের যেনো শেষ নেই জ্যোতির্বিজ্ঞানীদের। অনেকেরই ধারণা ছিল যে, খুব জমাট বাঁধা উষ্ণ গ্যাসই ওই দু’টি কাঠামো তৈরি করেছে। সেই কাঠামোগুলি কতো দূর পর্যন্ত বিস্তৃত, সে সম্পর্কেও জ্যোতির্বিজ্ঞানীদের সঠিক কোনও ধ্যানধারণা ছিল না- টেলিস্কোপ হতে পাওয়া পর্যাপ্ত তথ্যে অভাবে।
সাম্প্রতিক গবেষণা জানিয়েছেন, জ্যোতির্বিজ্ঞানীদের এতোদিনের ধারণা মোটেও সঠিক ছিল না। আদতে ওই দু’টি কাঠামই পৃথিবীকে চার পাশ হতে মুড়ে রাখা সুবিশাল একটি চৌম্বক সুড়ঙ্গেরই অংশ। এমন আরও বিশাল চৌম্বক সুড়ঙ্গ আমাদের সৌরমণ্ডলকেও চারপাশ হতে ঘিরে রেখেছে। আবার ঘিরে রেখেছে অন্য তারা মণ্ডলগুলিকেও।
ইউরোপিয়ান স্পেস এজেন্সি (এসা)-র গাইয়া স্পেস অবজারভেটরির দেওয়া তথ্য খতিয়ে দেখে গবেষকরা জানতে পেরেছেন যে, এই কাঠামোগুলি দৈর্ঘ্যে এক হাজার আলোকবর্ষ দূরত্ব পর্যন্ত বিস্তৃত রয়েছে।
গবেষকদের বক্তব্য হলো, এই বিশাল চৌম্বক সুড়ঙ্গের সঙ্গে পৃথিবীর চৌম্বক ক্ষেত্র, সৌরমণ্ডলের চৌম্বক ক্ষেত্র ও আমাদের ছায়াপথের চৌম্বক ক্ষেত্র কীভাবে নিয়মিত সম্পর্ক রেখে চলে, তা কীভাবেই বা নিয়ন্ত্রণ করে পৃথিবী-সহ সৌরমণ্ডল ও আমাদের ছায়াপথের অন্য তারাগুলির গতিবিধি এ সম্পর্কে জানার চেষ্টা শুরু করতে হবে এবার। তথ্যসূত্র : আনন্দবাজার পত্রিকা।
# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।
This post was last modified on অক্টোবর ২২, ২০২১ 10:26 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ যুদ্ধবিধ্বস্ত দেশ সিরিয়া নিয়ে এবার আশার আলো দেখছেন তুরস্কের প্রেসিডেন্ট…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ পেট্রোল পাম্পের মধ্যে আগুন জ্বালানো নিষেধ থাকে সেটি আমাদের সকলেরই…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। রবিবার, ৫ জানুয়ারী ২০২৫ খৃস্টাব্দ, ২১ পৌষ ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ পুষ্টিবিদরা বলেন, খালি পেটে পেঁপে খাওয়া মোটেও ভালো নয়। এতে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ২০২৫ সালের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলের পানির নিচে থাকা…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নতুন বছরের শুরুতেই সিনেমাপ্রেমীরা হিসাব কষতে বসেন, নতুন বছরে প্রিয়…