এই প্রথম ছায়াপথের বাইরে কোনো গ্রহের লক্ষণ শনাক্ত

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মিল্কিওয়ে ছায়াপথের বাইরে এই প্রথমবারের মতো কোনো গ্রহের লক্ষণ দেখতে পেলেন জ্যোতির্বিজ্ঞানীরা।

সূর্যের চারদিকে যে গ্রহগুলো ঘোরে এর প্রায় ৫ হাজার আগেই শনাক্ত করেছেন বিজ্ঞানীরা। তবে সেগুলোর সবই মিল্কিওয়ে ছায়াপথেই দেখা গেছে। এই প্রথমবারের মতো ছায়াপথের বাইরে কোনো গ্রহের লক্ষণ শনাক্ত করা হয়েছে।

মেসিয়ের ৫১ গ্যালাক্সিতে থাকা এই সম্ভাব্য গ্রহটিকে আবিষ্কার করলো নাসার চান্দ্রা এক্স-রে টেলিস্কোপ। এর প্যাচানো আকৃতির জন্য এটিকে ওয়ার্লপুল কিংবা ঘূর্ণি ছায়াপথ বলেও বর্ণনা করা হয়েছে।

Related Post

প্রকৃতপক্ষে আমরা যে নক্ষত্রপুঞ্জে রয়েছি, সেই মিল্কিওয়ে ছায়াপথ হতে শনাক্ত গ্রহটির দূরত্ব ২ কোটি ৮০ লাখ আলোকবর্ষ। অর্থাৎ আলো যে গতিতে ভ্রমণ করে থাকে, সেই গতিতে গেলে এই গ্রহটিতে পৌঁছাতে ২ কোটি ৮০ লাখ বছর সময় লেগে যাবে।

বিজ্ঞানীরা জানিয়েছেন যে, নক্ষত্র হতে আলো বিকিরিত হতে থাকে। তবে যখন কোনো নক্ষত্রের সামনে দিয়ে এই গ্রহ প্রদক্ষিণ করে, তখন সেই আলোর কিছু অংশ ঢেকেও যায় এবং সেটির এক্স-রে রশ্মি বিকরণও বাধাগ্রস্ত হয়। তখন সেটির সামনে থাকা গ্রহটির বৈশিষ্ট্য সম্পর্কে একটি ধারণাও পাওয়া যায়, যা টেলিস্কোপের মাধ্যমে শনাক্ত করা সম্ভব। এই পদ্ধতি ব্যবহার করে ইতিপূর্বে হাজার হাজার গ্রহ শনাক্ত করা হয়।

এই বিষয়ে হার্ভার্ড-স্মিথসোনিয়ান সেন্টার ফর অ্যাস্ট্রোফিজিক্স ইন কেমব্রিজের ড. ডি স্টেফানো সংবাদ মাধ্যমকে বলেছেন, “আমরা যে সব পদ্ধতিতে কাজ করছি, এটিই হলো এখন পর্যন্ত অন্য কোনো ছায়াপথে থাকা গ্রহ-নক্ষত্র খুঁজে বের করার একটি কার্যকর উপায়।”

জ্যোতির্বিজ্ঞানীরা যেসব তথ্য-উপাত্ত হাতে পেয়েছেন তা থেকে ধারণা করছেন, এই সম্ভাব্য গ্রহটির আকার হবে শনি গ্রহের মতোই। ব্ল্যাক হোল ঘিরেই এটি ঘুরছে, তবে সেটির সঙ্গে দূরত্ব সূর্য হতে শনির দূরত্বের প্রায় দ্বিগুণ।

তবে গবেষকরা এও স্বীকার করছেন যে, এই বিষয়ে পুরোপুরি নিশ্চিত হতে তাদের আরও তথ্য-উপাত্ত প্রয়োজন রয়েছে।

একটি বড় সমস্যার কথাও জানিয়েছেন বিজ্ঞানীরা। বিশাল কক্ষপথের কারণে যে নক্ষত্র কিংবা ব্ল্যাকহোল ঘিরে এটি ঘুরছে, আবার সেটির সামনে আসতে প্রায় ৭০ বছর সময়ও লাগে যাবে। যে কারণে অদূর ভবিষ্যতে এই আবিষ্কারের একটি ফলোআপ পর্যবেক্ষণ করার আপাতত কোনো উপায় নেই।

বিজ্ঞানীরা এক্ষেত্রে এটাও বিবেচনায় রেখেছেন যে, গ্যাস এবং ধূলোর মেঘ আলোর বিকরণ বাধাগ্রস্ত হওয়ার কারণও হতে পারে। যা এক্স-রে রশ্মি বিকরণেও বাধা দিয়েছে। যদিও সেই সম্ভাবনা খুবই কম বলে মনে করছেন তারা। কারণ হলো যেভাবে আলোর বিকিরণ কমে গেছে, সেটি কোনো গ্যাসের আস্তরণের কারণে হয়েছে বলে বিজ্ঞানীরা মনে করেন না।

গবেষকদের একজন প্রিন্সটন ইউনিভার্সিটির জুলিয়া বার্নটসন বলেছেন, “আমরা এটিকে উত্তেজনাপূর্ণ ও সাহসী হিসেবে দাবি করেছি। তবে আমরা আশা করবো যে, অন্য জ্যোতির্বিজ্ঞানীরা এটি সতর্কতার সঙ্গেই দেখবেন। আমাদের পক্ষে শক্ত যুক্তি রয়েছে। বিজ্ঞান যেভাবে কাজ করে থাকে, আমরা ঠিক সেভাবেই কাজ করেছি”।

তথ্যসূত্র : বিবিসি বাংলা।

করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়

# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।

This post was last modified on অক্টোবর ২৮, ২০২১ 5:24 অপরাহ্ন

স্টাফ রিপোর্টার

Recent Posts

ওজন কমাতে তাড়াহুড়ো করলেই ঘটতে পারে বিপদ

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ওজন কমাতে গিয়ে তাড়াহুড়ো করা যাবে না, কারণ তাড়াহুড়া করলেই…

% দিন আগে

এবার আইস্ক্রিনে আসছে শাকিবের ‘দরদ’

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দেশের অন্যতম ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিনে স্ট্রিমিং হতে চলেছে সুপারস্টার শাকিব…

% দিন আগে

পদত্যাগপত্রে যা লিখেছেন টিউলিপ সিদ্দিক

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শেখ হাসিনার ঘনিষ্ঠের কাছ থেকে ফ্ল্যাট উপহার নেওয়া, সাংবাদিককে হুমকি…

% দিন আগে

কিছুতেই ঘুম ভাঙছে না ‘অলস’ সন্তান! ছানাকে জাগিয়ে তুলতে অভিনব পন্থা নিলো মা-হাতি!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ হাতিশালের মধ্যে ঘুমোচ্ছে পুচকে একটি বাচ্চা হাতি। শাবকের ঘুম ভাঙাতে…

% দিন আগে

কুয়াশাচ্ছন্ন এক শীতের সকাল

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫ খৃস্টাব্দ, ১ মাঘ ১৪৩১…

% দিন আগে

জানিয়েছেন চর্মরোগ বিশেষজ্ঞ: খুশকি তাড়াতে কী অ্যান্টি-ডানড্রফ শ্যাম্পু ব্যবহার করবেন?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ খুব স্বাভাবিকভাবেই খুশকি হলে অনেকেই অ্যান্টি-ডানড্রফ শ্যাম্পু ব্যবহার করে থাকি।…

% দিন আগে