সেমিফাইনালে লড়বে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড- পাকিস্তান ও অস্ট্রেলিয়া

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সব জল্পনা-কল্পনাকে পাশ কাটিয়ে টি-২০ বিশ্বকাপ সেমিফাইনালে লড়বে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড, পাকিস্তান ও অস্ট্রেলিয়া।

এবারের টি ২০ বিশ্বকাপে প্রায় সব ক্রিকেটবোদ্ধার ফেভারিটের তালিকায় ছিল ৩টি নাম-ভারত, ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ। তবে শেষ পর্যন্ত সেমিফাইনালে উঠতে পারেনি হট ফেভারিট ভারত এবং গতবারের চ্যাম্পিয়ন উইন্ডিজ। তবে সুপার টুয়েলভ হতে ভারতের বিদায় এবং উইন্ডিজের ভরাডুরি অপ্রত্যাশিত হলেও মোটেও অঘটন বলা যাবে না।

তবে এ কথা সবাই শিকার করবেন যে, পারফরম্যান্সের মানদণ্ডে টুর্নামেন্টের সেরা চার দলই এবার উঠেছে শেষ চারে। সুপার টুয়েলভের ম্যারাথন লড়াই শেষে বিশ্বকাপ বর্তমানে চার দল এবং তিন ম্যাচের টুর্নামেন্ট। আগামীকাল আবুধাবিতে প্রথম সেমিফাইনালে দেখা খেলছে ইংল্যান্ড এবং নিউজিল্যান্ড। এর পরেরদিন দুবাইয়ে দ্বিতীয় সেমিতে মুখোমুখি হচ্ছে পাকিস্তান এবং অস্ট্রেলিয়া। ১৪ নভেম্বর দুবাইয়ে বসছে ফাইনাল ম্যাচের আসর।

Related Post

সেমিফাইানলের আগে চার দলের ফর্মের বিশ্লেষকরা বলছেন, বর্তমানে পাকিস্তানই সবচেয়ে এগিয়ে। এ পর্যন্ত টুর্নামেন্টের একমাত্র অপরাজিত দল পাকিস্তান। সুপার টুয়েলভে ৫ ম্যাচের ৫টিই জিতেছে বাবর আজমের পাকিস্তানী দল। বাকি তিন দল ৫ ম্যাচের মধ্যে জিতেছে ৪টি করে। টি ২০ র‌্যাংকিংয়ে ইংল্যান্ড বর্তমানে শীর্ষে দুইয়ে অবস্থান করছে পাকিস্তান। পারফরম্যান্সেও তার নিখুঁত প্রতিফলন দেখা গেছে। এই দুটি দলই হয়েছে গ্রুপ চ্যাম্পিয়ন। বাকি দুই সেমিফাইনালিস্টও একেবারে পিছিয়ে নেই।

অপরদিকে র‌্যাংকিংয়ের তৃতীয় দল ভারতকে টেক্কা দিয়েছে চারে থাকা নিউজিল্যান্ড। পাঁচে থাকা দক্ষিণ আফ্রিকাকে নেট রানরেটে পেছনে ফেলে সেমিতে উঠে আসে অস্ট্রেলিয়া। দুই গ্রুপে তৃতীয় হয়েছে ভারত এবং দক্ষিণ আফ্রিকা। অর্থাৎ, র‌্যাংকিংয়ের শীর্ষ ৬ দলের মধ্যেই মূল লড়াইটা ছিল সীমাবদ্ধ।

তবে দক্ষিণ আফ্রিকা নিজেদের দুর্ভাগা ভাবতেই পারে। ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মতো চার ম্যাচ জিতেও রানরেটের হিসাবে বাদ পড়ে গেছেন তারা। তবে মনে রাখতে হবে যে, মুখোমুখি লড়াইয়ে অস্ট্রেলিয়ার কাছে ৫ উইকেটে হেরেছিল প্রোটিয়ারা। আর শেষ ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ১০ রানে জেতার আগেই নিশ্চিত হয়ে যায় তাদের বিদায়।

আবার ভারতকে কোনোভাবেই দুর্ভাগা ভাবা যাবে না। কারণ হলো তারা বিদায় নিয়েছে নিজেদের হতশ্রী পারফরম্যান্সের কারণেই। যেমনটি ঘটেছে বাংলাদেশের ক্ষেত্রে। একমাত্র পারফরম্যান্সের কারণেই বাংলাদেশকে বিদায় নিতে হয়েছে শোচনীয়ভাবে। প্রথম দুই ম্যাচে পাকিস্তান এবং নিউজিল্যান্ডের কাছে শোচনীয় হারের পর ছোট দলগুলোর বিপক্ষে দাদাগিরি দেখালেও তাতে শুরুর ক্ষতি পোষানো আর সম্ভব হয়নি। কাল নামিবিয়ার বিপক্ষে অর্থহীন ম্যাচ দিয়ে হতাশার বিশ্বকাপ শেষ করে বিরাট কোহলির ভারত। অধিনায়ক হিসাবে ভারতকে কোনো শিরোপা জেতাতে না পারার আক্ষেপ নিয়ে টি ২০-র নেতৃত্ব ছেড়েছেন কোহলি।

তাদের কেনো এই ব্যর্থতা? ভারতের প্রথম বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেবও ব্যাটিং-বোলিং নিয়ে কাটাছেঁড়া না করে জাতীয় দলের প্রতি ক্রিকেটারদের আত্মনিবেদন নিয়ে প্রশ্ন তুলছেন। আইপিএলেই ভারতের সর্বনাশ হিসেবে দেখে কপিল বলেছেন, ‘দেশের হয়ে খেলার চেয়ে ক্রিকেটাররা যখন আইপিএলকে অগ্রাধিকার দেন, তখন আর কীইবা বলার থাকতে পারে। আমি মনে করি সবার আগে দেশ হওয়া উচিত। দেশের হয়ে খেলতে পেরে তাদের আরও গর্বিত হওয়া উচিত… বোর্ডকেও এর দায় নিতে হবে ও আরও ভালো পরিকল্পনা করতে হবে। এবার যেসব ভুল আমরা করেছি, তার পুনরাবৃত্তি যেনো না হয় এটিই হবে আমাদের জন্য বড় শিক্ষা।’

করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়

# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।

This post was last modified on নভেম্বর ৯, ২০২১ 11:27 পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার

Recent Posts

শীত ও গ্রাম-শহরের পিঠা

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫ খৃস্টাব্দ, ২৫ পৌষ ১৪৩১…

% দিন আগে

যে ফলে কামড় দিলেই খিলখিলিয়ে হেসে উঠবে ত্বক!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমরা জানি মোটামুটি সব ধরনের মৌসুমি ফল এবং সবজিই স্বাস্থ্য…

% দিন আগে

অনার বাংলাদেশ নিয়ে আসছে ‘এক্সাইটিং’ ডিভাইস!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মোবাইল হ্যান্ডসেটের এন্ট্রি-লেভেল ক্যাটাগরিতেও ব্যবহারকারীদের চমকে দিতে প্রস্তুত অনার বাংলাদেশ।…

% দিন আগে

মৌরি প্রদাহ কমায়: তবে খাওয়ার নিয়ম মানতে হবে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মৌরির গুণের কথা বলে শেষ করা যাবে না। চিকিৎসকরা জানিয়েছেন,…

% দিন আগে

ভাইরাল হলো প্রিয়াঙ্কার ভিডিও

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ব্যস্ত সময় পার করে বছরশেষে একটু বেড়াতে গিয়েছিলেন বলিউড অভিনেত্রী…

% দিন আগে

ভয়াবহ দাবানলের কবলে লস অ্যাঞ্জেলেস: পুড়ে ছাই বহু বাড়িঘর

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ এক দাবানল ছড়িয়ে পড়েছে। দাবানলে…

% দিন আগে