দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্কিন যুক্তরাষ্ট্রে আবারও করোনা ভাইরাসে শনাক্ত ও মৃত্যুতে বিশ্বের দেশগুলোর মধ্যে সবার ওপরে উঠে এলো। গত ২৪ ঘণ্টায় দেশটিতে আক্রান্ত হয়েছে প্রায় ৮০ হাজার ও মৃত্যু হয়েছে ১ হাজার ৪৭৭ জন।
পরিসংখ্যান অনযায়ী জানা যায়, কয়েক সপ্তাহের ব্যবধানে দেশটিতে শনাক্ত বেড়েছে কয়েকগুণ। একই সময় মৃত্যু কমলেও আবার বাড়ছে মৃত্যু ও আক্রান্তের হারও।
গত ২ মাস পূর্বে মার্কিন যুক্তরাষ্ট্রে করোনা কিছুটা নিয়ন্ত্রণে থাকলেও বর্তমান পরিস্থিতি আবারও জটিল হচ্ছে। নতুন শনাক্তদের মিলিয়ে দেশটিতে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৪ কোটি ৭৫ লাখ ৫২ হাজার ৫১৯ জন। যাদের মধ্যে মারা গেছে ৭ লাখ ৭৮ হাজার ৬০৯ জন। সুস্থ হয়েছে ৩ কোটি ৭৬ লাখ ৬ হাজার ১২২ জন।
ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুযায়ী দেখা যায়, শুধু তাই নয়, বিশ্বব্যাপী করোনার মৃত্যু ও সংক্রমণ বেড়েছে। গত ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৭৪ হাজার ২৬৭ জন। আগের দিনের তুলনায় যা ১ লাখ ১৬ বেশি। মোট শনাক্তের সংখ্যাও দাঁড়িয়েছে ২৫ কোটি ২০ লাখ ৯২ হাজার ৬৫৮ জনে। একদিনে মৃত্যু ঘটেছে ৭ হাজার ৮৯০। যেখানে গতকাল ছিল সাড়ে ৫ হাজার।
অপরদিকে গত ২৪ ঘণ্টায় প্রাণহানির তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে রাশিয়া। দেশটিতে মারা গেছেন এক হাজার ২২১ জন ও নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন আরও ৩৯ হাজার।
এছাড়াও উক্রেনে একদিনে মৃত্যু হয়েছে ৮৩৩ জন ও আক্রান্ত ১৮ হাজার। রোমানিয়ায় মৃত্যু হয়েছে ৪৬২জন।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বর মাসে চীনের উহানে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। তারপর ভাইরাসটি শনাক্ত হতে থাকে বিশ্বের বিভিন্ন দেশে। ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনা ভাইরাসকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। ইতিমধ্যেই বিশ্বের প্রায় সব দেশেই এই মহামারিটি ছড়িয়ে পড়েছে। যদিও টিকা আবিষ্কারের পর এই ভাইরাসের প্রকোপ কিছুটা কমেছে।
# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।
This post was last modified on নভেম্বর ১১, ২০২১ 10:24 পূর্বাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এই শীতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে চাইলে এই ভেষজগুলো প্রতিদিনের…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বিশ্বের অন্যতম জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম হলো ইউটিউব। অনলাইনে আয়…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আর্থ্রাইটিস, অর্থাৎ বাত যে শিশুদেরও হয়, সে কথা অনেকেই হয়তো…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক শাকিব খানের সঙ্গে প্রথমবারের মতো 'প্রিয়তমা'…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্কিন যুক্তরাষ্ট্রের লুইজিয়ানার নিউ অরলিন্স শহরের ফ্রেঞ্চ কোয়ার্টারে বর্ষবরণের উদ্যাপনে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমরা অনেক প্রতিযোগিতা দেখে থাকি। তবে আজ এমন এক বিচিত্র…