দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কর্মীদের অনুকূলে বড় একটি আইনগত পদক্ষেপ নিলো পর্তুগাল সরকার। দেশটির সরকার এমন এক আইন পাস করছে, যেখানে নির্ধারিত কর্মঘণ্টার বাইরে কর্মীর সঙ্গে কোম্পানী কিংবা বসের কর্মসংক্রান্ত যোগাযোগকে অবৈধ ঘোষণা হয়েছে।
ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়, পর্তুগালের পার্লামেন্টে পাস হওয়া নতুন নিয়মে কোম্পানীগুলো অফিস সময়ের পর এবং সপ্তাহান্তে তাদের কর্মীদের কল কিংবা ইমেল করলে তাদেরকে জরিমানার মুখে পড়তে হবে।
কোভিড-১৯ মহামারীর পর বাড়ি থেকে কাজ করার সংস্কৃতি বৃদ্ধির পর দেশটির ক্ষমতাসীন দল এই নতুন শ্রম আইন চালু করলো। এই আইনের অধীনে কোম্পানীগুলিকে বাড়ি থেকে কাজের সময় বিদ্যুৎ ও ইন্টারনেট বিল ইত্যাদি দিতে হবে।
নতুন নিয়ম অনুযায়ী বলা হয়েছে, কোনো কর্মচারীর সন্তান যদি ছোট হয় তাহলে ৮ বছর বয়স পর্যন্ত বাড়ি থেকেই তিনি কাজ করতে পারবেন। তবে পর্তুগালের শ্রম আইনের এই সংশোধনী দশের কম কর্মী রয়েছে এমন কোম্পানীর ক্ষেত্রে এই আইন প্রযোজ্য হবে না।
পর্তুগালের শ্রম ও সামাজিক নিরাপত্তা মন্ত্রী আনা মেন্দেস গোডিনহো বলেছেন যে, করোনা মহামারির কারণে ঘরে বসে কাজ করা নতুন এক বাস্তবতায় পরিণত হয়েছে। তাই রিমোট ওয়ার্কিং আরও সহজ করতে এই অধ্যাদেশটি আনা হয়েছে।
পর্তুগালের শ্রম ও সামাজিক নিরাপত্তা মন্ত্রী আরও বলেন, ইউরোপের অনেক দেশেই একই ধরনের আইন রয়েছে। ফ্রান্স, জার্মানি, ইতালি ও স্লোভাকিয়াতে এই ধরনের শ্রম আইন রয়েছে। এমন পরিস্থিতিতে পর্তুগালে কর্মীদের ফিট এবং সুস্থ রাখতে এই উদ্যোগ নিয়েছে দেশটির সরকার।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।