দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ব্যক্তিগত ছবি সুরক্ষিত রাখতে এক নতুন ফিচার নিয়ে হাজির হলো গুগল ফটোস। নতুন এই Locked Folder ফিচার ব্যবহার করে স্মার্টফোনে নিজের পছন্দের যে কোনও ছবি সুরক্ষিত রাখা যাবে।
গুগল ফটোসের সুরক্ষিত এই ফোল্ডারের ভেতর রাখা যে কোনও ছবি কিংবা ভিডিও দেখতে একটি পাস-কোডও দিতে হবে। চাইলে নিজের ফোনের যে কোনও ছবিও লকড ফোল্ডারে পাঠিয়ে দিতে পারবেন। পাস-কোড ছাড়া এই ছবি অন্য কেওই দেখতে পারবে না।
গুগল ফটোস এর লকড ফোল্ডার তৈরি করবেন কীভাবে? জেনে নিন বিষয়টি:
আপনার ফোনে Google Photos ইনস্টল করা থাকলে নীচের ধাপটি অনুসরণ করে Locked Folder এনাবল করতে পারবেন।
প্রথমেই Google Photos ওপেন করুন। তারপর Library Utilities ওপেন করে Set up Locked Folder সিলেক্ট করতে হবে।
তখন স্ক্রিনে লকড ফোল্ডারের সব ফিচারই দেখাবে Google Photos. সেখানে Set up Locked Folder অপশনে ট্যাপ করতে হবে।
এখন নিজের ফোনের লক স্ক্রিন পিন বা প্যাটার্ন দিয়ে দিন। চাইলে ফিঙ্গারপ্রিন্ট কিংবা ফেস আনলকের মাধ্যমেও এই কাজটি করতে পারবেন।
লকড ফোল্ডার সেট আপ শেষ হলেই নিজের ফোনের যে কোনও ছবি বা ভিডিও সেখানে পাঠানো শুরু করতে পারেন। এরপর Move items অপশন বেছে নিয়ে যে ছবি এবং ভিডিও লকড ফোল্ডারে আপনি পাঠাতে চান সেগুলো সিলেক্ট করে পাঠিয়ে দিন। এভাবে আপনার মূল্যবান ছবি ও ভিডিওর সুরক্ষা নিশ্চিত করতে পারবেন। তথ্যসূত্র : এই সময়।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।