দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ চোর চুরি করার জন্য একাধিক পদ্ধতির অবলম্বন করে থাকে। গায়ে তেল মাখার কথাও শোনা যায়। তবে এবার নতুন এক কথা শোনা গেলো এক চোর চুরি করার জন্য ১০ কেজি ওজন কুমিয়েছে!
চোরদের কাণ্ড-কারখানা অনেকেই থমকে যান। আবার অনেক সময় তদন্তে নেমে তা দেখে অবাক হয়ে যান পুলিশও। চোরের খোঁজ পেতে অনেক সময়ই হিমশিম খেতে হয় অনেক পুলিশকে। এসব কথা মাথায় রেখেই বোধহয় আহমেদাবাদের এই চোর নিজের মালিকের বাড়িতে চুরি করতে বেছে নিলেন এক অভিনব পন্থা। কমিয়ে ফেললেন নিজের ১০ কেজি ওজন!
ভারতীয় সংবাদমাধ্যম নিউজ এইটিন এর এক প্রতিবেদনে জানা যায়, ওই চোরের নাম মতিসিং চৌহান। মতিসিং চৌহান ভারতের উদয়পুরের বাসিন্দা। সে দুই বছর ধরে কাজ করেছেন বোপালের বসন্ত বাহার সোসাইটির মোহিত মারাদিয়ার বাড়িতে। ঘরের বিভিন্ন কাজে বাকিদের সে সাহায্য করতো যে কারণে ঘরের আনাচে-কানাচে কী রয়েছে, তা খুব ভালোভাবেই জানতো সে। ওই বাড়িতেই পরে চুরি করার পরিকল্পনা করে মতিসিং।
বাড়িতেই কাজ করার সুবাদে মতিসিং জানতো বাড়ির দরজা ডিজিটাল ও বাড়ির সামনে এবং পিছনে সিসিক্যামেরা লাগানো রয়েছে। তাই এসব এড়িয়ে জানলা দিয়ে বাড়ির ভেতরে ঢোকার পরিকল্পনা করে মতিসিং।
যেমন ভাবনা ঠিক তেমন কাজ। ৩৪ বছর বয়সী এই ব্যক্তি ৫ নভেম্বর পূর্বতন মালিকের বোপালের এই বাড়িতে চুরি করতে আসেন। সঙ্গে আনেন একটি তোয়ালে এবং করাত। রান্না ঘরের জানালা ভেঙে ঢুকে ভারতীয় টাকা ৩৭ লাখ টাকার জিনিস চুরি করে বেরিয়ে যায়। যা বাংলাদেশী টাকায় ৪২ লাখ ৭৪ হাজার টাকার বেশি।
এই পুরো কাজটি করার জন্য ১০ কেজি ওজন কমিয়েছে সে। যা শুনে অবাক হয়েছেন সবাই। এর কারণ হিসেবে সে পুলিশকে ধরা পড়ার পর জানায় যে, যেহেতু দরজা ভাঙা যেতো না তাই রান্না ঘরের ছোট জানালা দিয়ে তাকে প্রবেশ করতে হতো ঘরে, তাই রোগা হতেই হতো তাকে। এই বসন্ত বাহারের বাড়িতে চুরি করবে বলে দিনে একবার মাত্র খেয়ে, ৭৫ হতে ৬৫ কেজিতে নিজেকে এনেছিল চোর মতিসিং। তারপরই সে চুরি করতে যায় সাবেক মনিবের বাড়িতে।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর
অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।