দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ যদিও এমন নজির কখনও দেখা যায়নি। তবে এবার তাই দেখা গেলো। বিমান মাঝ আকাশে থাকতেই আত্মহত্যা করেছেন ওই বিমানের এক যাত্রী!
তিনি মিসর থেকে রাশিয়াগামী একটি ফ্লাইটে অবস্থান করছিলেন। ওই যাত্রীর নাম আলেক্সান্ডার (৪৮)। ধারণা করা হচ্ছে যে, বিমানের টয়লেটে তিনি গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন।
খালিজ টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, মিশরের শার্ম এল-শেখ রিসোর্ট থেকে যাত্রা করা এস৭ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে রাশিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সামারা শহরে ফিরছিলেন ওই যাত্রীটি। ফ্লাইট ছাড়ার কিছুক্ষণ পর তিনি টয়লেটে যান। তারপর এক ফ্লাইট পরিচালক তাকে প্লেনের বাথরুমে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখতে পান।
এই ঘটনার পর পরই বিমানটি কায়রোতে জরুরি অবতরণ করে। তবে ততোক্ষণে চিকিৎসকরা ওই যাত্রীকে বাঁচাতে পারেননি। পরবর্তীতে ওই একই বিমানে করে তার মরদেহ দেশে ফেরত পাঠানো হয়। ওই যাত্রীটির পরিচয় প্রকাশ করা হয়েছে। বাজা টেলিগ্রাম নিউজ চ্যানেল জানিয়েছে যে, তার নাম আলেক্সান্ডার, তার বয়স ৪৮ বছর। ওই যাত্রী সম্ভবত গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।