দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কাজী আনোয়ার হোসেনের জনপ্রিয় স্পাই থ্রিলার সিরিজ ‘মাসুদ রানা’ সিরিজে এবার অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম।
কাজী আনোয়ার হোসেনের জনপ্রিয় স্পাই থ্রিলার সিরিজ ‘মাসুদ রানা’। ওই সিরিজটির ‘ধ্বংস পাহাড়’ উপন্যাস অবলম্বনে জাজ মাল্টিমিডিয়া এবং হলিউডের সিলভার নাইনের যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে ‘এমআর-নাইন’ নামে একটি সিনেমা। পরিচালনার দায়িত্বে রয়েছেন বাংলাদেশী বংশোদ্ভূত হলিউড পরিচালক আসিফ আকবর।
ইতিপূর্বে এই সিনেমায় কেন্দ্রীয় চরিত্র মাসুদ রানা হিসেবে ঘোষণা করা হয়েছে এবিএম সুমনের নাম। এবার জানা গেলো, গল্পে ভারতীয় গুপ্তচর সুলতা রায়ের চরিত্রে অভিনয় করবেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম।
এক সপ্তাহ আগে জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে চুক্তিও সেরেছেন বলে জানিয়েছেন মিম। সব ঠিক-ঠাক থাকলে আগামী ফেব্রুয়ারিতে শুরু হবে শুটিং। তার আগে ফাইটিংসহ স্পাই থ্রিলার ঘরানার ছবিতে চরিত্রের ডিমান্ড অনুযায়ি সব কলাকৌশল রপ্ত করবেন মিম।
এবিএম সুমন এবং মিম ছাড়াও এই সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয়ের জন্য ইতিমধ্যেই ‘আয়রন ম্যান-২’ চলচ্চিত্রের অভিনেতা মিকি রুর্কি, ‘দ্য ট্রান্সপোর্টার’, ‘এভারলি’সহ বেশ কয়েকটি হলিউড সিনেমার অভিনেত্রী গাব্রিয়েলা রাইট এবং ভারতীয় রেসলার দ্য খালি চুক্তিবদ্ধ হওয়ার কথাও জানিয়েছে জাজ মাল্টি মিডিয়া।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।