বিশ্বের সবচেয়ে ‘লম্বা নাকের’ অধিকারী তুরস্কের মেহমেত ওজুরেক!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ তুরস্কের মেহমেত ওজুরেক বিশ্বের সবচেয়ে লম্বা নাকের অধিকারী হয়েছেন। তিনি গিনেস বুক অব ওয়ার্ল্ডের স্বীকৃতিও পেয়েছেন। শুধু রেকর্ডই নয়, সেই রেকর্ড ধরেও রেখেছেন দীর্ঘদিন ধরে।

প্রায় ২০ বছর ধরে বিশ্বের অন্য কেও নাকের দৈর্ঘের দিক থেকে তাকে টপকাতে পারেননি। গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস বলেছে, বিশ্বের সবচেয়ে লম্বা নাকের জীবিত পুরুষ হলেন তুরস্কের মেহমেত ওজুরেক। দীর্ঘ দুই দশক ধরে মেহমেত তার এই রের্কড ধরে রেখেছেন। শুধু বিশ্ব রেকর্ড অর্জনই নয়, দুই দশক ধরে এই রেকর্ড ধরে রাখতে সক্ষশ হয়েছেন মেহমেত।

গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের ওয়েবসাইটে বলা হয়, ২০০১ সালে প্রথম মেহমেতের নাকের মাপ নেওয়া হয়। সেখানে দেখা যায় যে, তার নাক ৮ দশমিক ৮ সেন্টিমিটার কিংবা ৩ দশমিক ৪৬ ইঞ্চি লম্বা। ওই বছরই বিশ্বের সবচেয়ে লম্বা নাকের পুরুষ হিসেবে স্বীকৃতি পেয়েছিলেন মেহমেত ওজুরেক।

Related Post

গত দুই দশকে অন্তত দুইবার মেহমেতের নাকের মাপ নিয়েছে গিনেস কর্তৃপক্ষ। প্রথমে ২০১০ সালে, তারপর ২০২১ সালে নাকের মাপ নেওয়া হয়। তাতে দেখা গেছে, গত দুই দশকে মেহমেতের নাকের মাপ একই রকম রয়েছে। আর এর মধ্যদিয়ে বিশ্বের সবচেয়ে লম্বা নাকের পুরুষের রেকর্ড ধরে রাখতে সক্ষশ হয়েছেন তিনি। আরেকটি বিষয় হলো, এই লম্বা নাকের কারণে মেহমেতের ঘ্রাণশক্তিও অন্য সকলের চেয়ে ভিন্ন।

মেহমেত জানিয়েছেন, ‘অন্য মানুষ যেখানে কোনো গন্ধই পান না, সেই স্থানেও আমি গন্ধ শনাক্ত করতে পারি। এমনকি আমি বাড়িতে ঢুকেই গন্ধ শুঁকে বলে দিতে পারি কী কী রান্না হয়েছে।’

ইতালির একটি টিভি শোতে ২০১০ সালে অংশ নিয়েছিলেন মেহমেত। সেখানে তিনি বলেছিলেন যে, ‘আমি বিশেষ শারীরিক বৈশিষ্ট্য নিয়েই জন্মেছি। স্রষ্টায় আমাকে অন্যদের তুলনায় বড় আকারের নাক দিয়েছেন। অনেক সময় আমার বন্ধুরা এই নিয়ে হাসি মস্করাও করেন। রাস্তার মানুষও হা করে আমার দিকে তাকিয়ে থাকে। তাতে অনেক সময় মন খারাপ হয়ে যায়। তবে আমি আমার এই বিশেষ শারীরিক বৈশিষ্ট্য নিয়ে সন্তুষ্ট। আমার এই বৈশিষ্ট্যই আমাকে বিশ্ব রেকর্ড এনে দিতে সাহায্য করেছে’। আমার পূর্ব পুরুষদের নাকও নাকি স্বাভাবিকের চেয়ে লম্বা ছিল’।

উল্লেখ্য যে, তুরস্কের মেহমেত ওজুরেকের পূর্বে ১৯৭০ সালে লম্বা নাকের তকমা কুড়িয়েছিলেন যুক্তরাজ্যের থমাস ওয়েডারস নামে এক ব্যক্তি। তিনি সার্কাসে কর্মরত ছিলেন। থমাসের নাক লম্বায় ছিল ১৯ সেন্টিমিটার অর্থাৎ ৭ দশমিক ৫ ইঞ্চি। তথ্যসূত্র: জি নিউজ।

করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়

# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।

This post was last modified on ডিসেম্বর ২, ২০২১ 2:22 অপরাহ্ন

স্টাফ রিপোর্টার

Recent Posts

গাজা এবং লেবাননজুড়ে ইসরায়েলি হামলায় নিহত ৪৫

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ড এবং লেবাননজুড়ে ভয়াবহ হামলা চলমান রেখেছে…

% দিন আগে

এখন থেকে বড় পর্দায় দেখা যাবে রাতের স্বপ্ন!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ স্বপ্ন দেখে তা মনে রাখা সত্যিই দুষ্কর। আর তাই রাতের…

% দিন আগে

রাজবাড়ী বড় মসজিদ

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪ খৃস্টাব্দ, ৩০ কার্তিক ১৪৩১…

% দিন আগে

পুষ্টিবিদরা যা বলেন: সুজি খাওয়া উপকারী নাকি ক্ষতিকর?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অনেকই সুজি খেতে খুবই ভালোবাসেন। তাই তারা প্রতিদিন সুজির পায়েস,…

% দিন আগে

বাংলা এবং হিন্দিতে ‘দরদ’-এর ট্রেলার ও গান প্রকাশ [ট্রেলার]

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথমবারের মতো প্যান ইন্ডিয়ান চলচ্চিত্র বানিয়েছেন নির্মাতা অনন্য মামুন। ঢালিউড…

% দিন আগে

মুরগির লেগপিস প্রতিদিন খাওয়া কী ভালো?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আপনার যদি প্রতিদিন চিকেন খাওয়ার অভ্যাস থাকে, তাহলে জেনে রাখুন,…

% দিন আগে