দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ডেলটা ভ্যারিয়েন্ট নিয়ে যেমনটি ঘটেছিলো তার থেকেও ভয়াবহ আতঙ্ক ছড়িয়ে পড়েছে ওমিক্রন নিয়ে। স্ত্রী-সন্তানদের ওমিক্রন থেকে বাঁচাতে এক চিকিৎসক খুন করলেন!
ওমিক্রন আতঙ্ক হতাশাগ্রস্ত হয়ে এক চিকিৎসক করোনা সংক্রমণ থেকে স্ত্রী, সন্তানদের ‘বাঁচাতে’ তাদেরকে খুন করছেন!
খুন করার আগে হোয়াটসঅ্যাপে তিনি বার্তা দিয়েছিলেন, ‘লাশ গুনতে গুনতে আমি ক্লান্ত হয়ে পড়েছি। ওমিক্রনের সংক্রমণ থেকে কেও রেহাই পাবে না। এমন পরিস্থিতির যাতে শিকার না হতে হয়, তাই ওদের আমি মুক্তি দিচ্ছি।’
ভারতের উত্তরপ্রদশের কানপুরের এই চিকিৎসকের এমন কাণ্ডে শিউরে উঠেছেন সবাই। পুলিশ জানিয়েছে, স্ত্রী-সন্তানদের খুন করার পর ভাইকে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়েছিলেন ওই চিকিৎসক।
চিকিৎসকের এই ধরনের বার্তা পেয়ে ঘটনাস্থলে ছুটে যান তারই ভাই। কিন্তু তিনি গিয়ে দেখেন একটি ঘরে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন তার বৌদি। আর অন্য ঘরে ভাইপো-ভাইঝি। তারপরই তিনি পুলিশে খবর দেন।
পুলিশ জানিয়েছে যে, স্ত্রীকে শ্বাসরোধ করে ও দুই সন্তানকে হাতুড়ি দিয়ে মাথার খুলি ফাটিয়ে খুন করেছেন ওই চিকিৎসক। পুলিশকে চিকিৎসকের ভাই জানিয়েছেন, তার দাদা মানসিকভাবে অবসাদে ভুগছিলেন।
তবে প্রশ্ন উঠছে, ওমিক্রন আতঙ্কেই কি খুন নাকি এর পেছনে অন্য কোনও রহস্য রয়েছে। যদিও এই ঘটনার পর থেকে পলাতক রয়েছেন ওই চিকিৎসক।
তদন্তকারী পুলিশ চিকিৎসকের ঘর হতে একটি ডায়েরি উদ্ধার করেন। সেখানেও তিনি খুনের কথা লিখেছেন। শুধু তা-ই নয়, ওমিক্রনের কথাও সেখানে উল্লেখ করেছেন ওই চিকিৎসক। তদন্তকারীদের দাবি হলো, ডায়েরিতে এটাও স্পষ্ট করে লেখা রয়েছে যে, ‘এখন থেকে আর কোনো লাশ গুনতে হবে না। করোনা সবাইকেই মারবে।’ তথ্যসূত্র : আনন্দবাজার পত্রিকা।
উল্লেখ্য, পুরো বিশ্বজুড়ে নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রম নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে বিশেষজ্ঞরা আতঙ্কিত না হয়ে সঠিকভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার কথা বলেছেন।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।