দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কন্যাসন্তান এখন আর বোঝা নয়। তারাও আমাদের জন্য আশির্বাদ বয়ে আনতে পারে। আর তাই কন্যাসন্তান জন্মের খবরে এক পিতা খুশিতে ৫০ হাজার টাকার ফুচকা খাওয়ালেন!
পৃথিবীতে সৃষ্টিজীবের মধ্যে মানুষ মহান আল্লাহর সর্বোত্তম সৃষ্টি। নারী-পুরুষের সম্মিলিত প্রচেষ্টায়ই সমাজ-সংসার সুন্দরভাবে পরিচালিত হয়ে আসছে। নারী ও পুরুষ একে অপরের মুখাপেক্ষী। পুত্রসন্তান যেমন আল্লাহর নিয়ামত; তদরূপ কন্যাসন্তানও আল্লাহরই নিয়ামত।
তবে অনেক পরিবারে কন্যা সন্তানের জন্ম দেওয়া অনেক নারীকে আজও গঞ্জনা শুনতে হয় এই সমাজেই। অনেক ক্ষেত্রে স্বামীরাও নিজের কন্যা সন্তানকে মেনে নিতে না পেরে স্ত্রীকে দোষারোপ করেন, তবে এ ক্ষেত্রে নজির গড়লেন এক ফুচকা বিক্রেতা।
কন্যাসন্তানের জন্মের খুশিতে ভূপালবাসীকে ৫০ হাজার টাকার ফুচকা বিনামূল্যে খাইয়েছেন তিনি! ফুচকা খাওয়াতে গিয়ে ৫০ হাজারেরও বেশি টাকা খরচ করে ফেলেছেন মেয়ে সন্তান হওয়ার আনন্দে।
অঞ্চল গুপ্ত নামে ওই ব্যক্তি ভূপালের কোলার এলাকায় ফুচকা বিক্রি করেন। মাত্র অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ালেখা করেছেন তিনি। যদিও পুঁথিগত বিদ্যা দিয়ে তার মানসিকতা যাচাই করা সত্যিই বোকামি হবে।
চলতি বছরের ১৭ আগস্ট তার কন্যাসন্তানের জন্ম হয়। এটিই অঞ্চল গুপ্তের দ্বিতীয় সন্তান। বছর দুয়েক আগে তার স্ত্রী এক পুত্র সন্তানের জন্ম দেন। তখনও অগুপ্ত কন্যাসন্তান চেয়েছিলেন। দ্বিতীয় সন্তান কন্যা হওয়ায় যেনো স্বপ্নপূরণ হয়েছে তার।
বাঁধভাঙা খুশিতে প্রথম সন্তানের জন্মদিনের দিনই কন্যাসন্তানের জন্মের আনন্দ সবার সঙ্গে ভাগ করে নেওয়ার পরিকল্পনা গ্রহণ করেন তিনি। তাই আগে থেকেই তার দোকানে আসা সব ক্রেতাকে বিনামূল্যে ফুচকা খাওয়ানোর দিনক্ষণ জানাতে শুরু করেন।
ওই বিশেষ দিন বিনামূল্যে ফুচকা খাওয়ানোর কথা ঘোষণা করে একটি বোর্ডও ঝুলিয়ে দেন অঞ্চল। কথামতো সম্প্রতি বিনামূল্যে ফুচকা খাইয়ে কন্যাসন্তানের জন্ম উদযাপন করেছেন তিনি।
বিনামূল্যে ফুচকা খাওয়ার খবর ঝড়ের গতিতে গোটা ভূপালে ছড়িয়ে পড়লে ওই দিন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তার দোকানের সামনে রীতিমতো ফুচকাপ্রেমীদের লাইন পড়ে যায়।
রাস্তার পাশে যেখানে ফুচকার ঠেলাগাড়ি নিয়ে দাঁড়িয়ে বিক্রি করতেন, তার পাশেই বসে খাওয়ার ব্যবস্থা করেন অঞ্চল।
মানুষের খাবার সুবিধার্থে কয়েকটি টেবিলও পেতে দেন। প্রতি টেবিলে এক ঝুড়ি করে ফুচকা ও তেঁতুল জল এবং অন্যান্য সামগ্রী রেখে দেন। সবাইকে পরিবেশন করা তার একার পক্ষে সম্ভবও ছিল না। তাই প্রয়োজনমতো ফুচকা টেবিল থেকেই নিয়ে খেয়ে নিতে পারেন আমন্ত্রিত অতিথিরা, সে দিকেও বিশেষ নজর ছিল ওই ফুসকাওয়ালার।
তথ্যসূত্র : আনন্দবাজার পত্রিকা।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।