দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শুক্রবার, ১০ ডিসেম্বর ২০২১ খৃস্টাব্দ, ২৫ অগ্রহায়ণ ১৪২৮ বঙ্গাব্দ, ৪ জামাদিউস সানি ১৪৪৩ হিজরি। দি ঢাকা টাইমস্ -এর পক্ষ থেকে সকলকে শুভ সকাল। আজ যাদের জন্মদিন তাদের সকলকে জানাই জন্মদিনের শুভেচ্ছা- শুভ জন্মদিন।
যে মসজিদটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি চট্টগ্রামের শেখ বাহার উল্লাহ শাহী জামে মসজিদ। এটি চট্টগ্রামের একটি ঐতিহাসিক মসজিদ। তবে সংস্কারের কারণে অত্যন্ত দৃষ্টিনন্দন মসজিদে পরিণত হয়েছে এই মসজিদটি।
এই মসজিদটি চট্টগ্রামের শুলকবহর নামক স্থানে অবস্থিত। ১৭৩৭ প্রতিষ্ঠিত এই মসজিদটি মুঘল স্থাপত্যকলা অনুযায়ী নির্মিত। এই মসজিদটির দৈর্ঘ্য ১০২ ফুট, প্রস্থ ৭৮ ফুট। প্রায় ৬.০০০ ধারণক্ষমতার এই মসজিদটির গম্বুজ ৩টি (একটি বড় দুইটি ছোট)। গম্বুজের উচ্চতা (বাহ্যিক) ১৮ ফুট, আর গম্বুজের উচ্চতা (অভ্যন্তরীণ) ১০ ফুট। মিনার রয়েছে ৮টি (চারটি বড় চারটি ছোট), মিনারের উচ্চতা : ৩০ ফুট।
বন্দরনগরী চট্টগ্রাম শহরের শুলকবহরে অবস্থিত একটি অতি প্রাচীন একটি মসজিদ। এর ইতিহাস থেকে জানা যায়, মোঘল আমলে এই অঞ্চল অর্থাৎ চট্টগ্রাম যখন ইসলামাবাদ নাম নিয়ে সুবা বাংলার রাজধানী ছিল তখনই এই মসজিদ প্রতিষ্ঠিত হয়েছিলো। ধারণা করা হয় যে, মোঘল সুবাদার শায়েস্তা খাঁর পৌত্র শেখ বাহার উল্লাহ ১৭৩৭ খ্রিষ্টাব্দে এই মসজিদটি প্রতিষ্ঠা করেন। তাঁর মৃত্যুর পর এই মসজিদটি শেখ বাহার উল্লাহ শাহী জামে মসজিদ নামে পরিচিতি লাভ করে। মসজিদে প্রাপ্ত শিলালিপি থেকে এই ধারণা পাওয়া যায়।
এই মসজিদটি বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর অধিভুক্ত একটি গুরত্বপূর্ণ মহামূল্যবান এবং অতি সংবেদনশীল স্থাপনা হিসেবে চিহ্নিত। ভারতের দিল্লীর কেন্দ্রীয় মহাফেজখানা এবং ব্রিটেনের লন্ডনস্থ ব্রিটিশ মিউজিয়াম এ শেখ বাহার উল্লাহ জামে মসজিদ সম্পর্কিত গুরুত্বপূর্ণ দস্তাবেজ প্রায় ১৭০ বছর ধরে সযত্নে রক্ষিত রয়েছে বলে জানা যায়।
তথ্যসূত্র: https://www.subhprabhat.com
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।