দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ তথ্য-প্রযুক্তির দৌলতে পৃথিবীতে অনেক অদ্ভুত ঘটনার সাক্ষী হচ্ছে মানুষ। সম্প্রতি একটি অদ্ভুত ঘটনা দেখা যায় ফেইসবুকে আপলোড করা একটি ভিডিওতে। যেখানে ফুটবলকে গোলপোস্টের জালে জড়িয়ে বিজয়ের উদযাপন করছে একটি হরিণ!
ভিডিওটি অবশ্য বেশ আগের ২০১৯ সালের। ওই ভিডিওটি নতুন করে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
ভিডিও-তে দেখা যাচ্ছে যে, মাঠের মধ্যে একটি হরিণ শিং দিয়ে ফুটবল খেলার নানা কৌশল দেখাচ্ছে। কিছুক্ষণের মধ্যে দক্ষ ফুটবলারের মতো শিং দিয়ে ফাঁকা জালে বলটি ঢুকিয়ে দিলো। এতেই খেলোয়াড়ারের মতো উল্লাসে করতে দেখা যায় ওই হরিণটিকে!
গোল পোস্টের পেছন দিকে গিয়ে ফুটবলারদের মতোই যেনো গ্যালারির দিকে তাকিয়ে উৎসবে মেতে উঠলো ওই হরিণটি। ২০১৯ সালে টুইটারে প্রথমে এই ভিডিওটি প্রকাশ পায়। এতে ১১ হাজার রিটুইট ও ৫০ লাখের বেশি লাইক পড়েছিলো।
দেখুন ভিডিওটি
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।