দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নিজ সন্তানের মৃত্যুর প্রতিশোধ নিতে একমাসে ২৫০ কুকুরছানা খুন করেছে বাঁদর-বাহিনী। বাঁদরের প্রতিশোধ কতোটা ভয়ঙ্কর হতে পারে তা হাড়ে হাড়ে টের পাচ্ছে ভারতের মহারাষ্ট্র রাজ্যের বিড় জেলার মজলগাঁও এলাকার এক গ্রামের বাসিন্দারা।
গ্রামবাসী জানিয়েছেন, মাসখানেক আগে একটি বাঁদরের বাচ্চাকে মেরে ফেলে এক দল কুকুর। তারপর থেকেই এলাকা দাপিয়ে বেড়াচ্ছে বাঁদরের একটি বিশাল দল। কুকুরছানা দেখলেই তুলে নিয়ে গিয়ে উঁচু জায়গা থেকে ফেলে মেরে ফেলছে তারা। গত মাসে বাঁদরের হানায় অন্তত ২৫০ কুকুর ছানার মৃত্যু ঘটেছে বলে জানিয়েছেন গ্রামবাসী। সেখানকার বনদপ্তরও এই হত্যালীলা বন্ধ করতে পারেনি। বরং বাধা দিতে গিয়ে আক্রান্ত হয়েছেন স্থানীয় অনেক বাসিন্দা। বাঁদরের দলের দাপটে আতঙ্ক ছড়িয়ে পড়েছে গ্রামবাসীদের মধ্যে।
এমন কয়েকটি ঘটনা ঘটার পর স্থানীয় বনদপ্তরের দ্বারস্থ হন স্থানীয়রা। তবে তাতেও কোনও লাভ হয়নি। বন দফতর একটি বাঁদরও ধরতে সমর্থ হয়নি। কুকুর ছানাগুলিকে বাঁচাতে এগিয়ে আসেন স্থানীয় বাসিন্দারা। তা করতে গিয়ে উঁচু থেকে পড়ে বেশ কয়েক জন গ্রামবাসীও আহত হন। কিছু গ্রামবাসী বাঁদরদের হাত থেকে কুকুছানাদের বাঁচানোর চেষ্টা করেছেন, চেষ্টা করেছেন তাদের লুকিয়ে রাখার জন্য। তাতেও লাভ হয়নি। উলটো বাঁদরের দলের হাতে তারা আক্রান্ত হয়েছেন। তারা জানিয়েছেন, বর্তমানে ওই গ্রামে একটিও কুকুরছানা বেঁচে নেই।
গ্রামবাসীরা অভিযোগ করেছেন, কুকুরছানাদের মেরেও ক্ষান্ত হয়নি বাঁদরের দলটি। গ্রামের ছোট ছোট ছেলেমেয়েদের উপরও সুযোগ পেলে হামলা চালাচ্ছে তারা। গোটা বিষয়টি নিয়ে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েেছে ওই এলাকাতে।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।