দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মাইক্রোব্লগিং প্লাটফর্ম টুইটার এবার ভিডিওর জন্য স্বয়ংক্রিয় ক্যাপশন সুবিধা চালু করেছে। ব্যবহারকারীদের আরেও উন্নত অভিজ্ঞতা প্রদানে এই ফিচারটি চালু করেছে প্লাটফর্মটি।
অ্যান্ড্রয়েড, আইওএস এবং ওয়েব ভার্সনে এই ফিচারটি চালু করা হয়েছে। মোবাইল প্লাটফর্মে যখন কেও মিউট করা ভিডিও দেখা শুরু করবেন, ঠিক তখন নিচের দিকে স্বয়ংক্রিয়ভাবেই ক্যাপশনটি চলতে থাকবে। ভলিউম বাড়ানোর পরও অ্যাক্সেসিবিলিটি সেটিংসের মাধ্যমে ব্যবহারকারীরা ক্যাপশন দেখানোর সময়সীমা নিয়ন্ত্রণও করতে পারবেন। ফিচারটি চালু পরবর্তী সময়ের ভিডিওগুলোয়ই শুধু ক্যাপশন দেখা যাবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।
ভার্জের তথ্যানুযায়ী জানা যায়, বর্তমানে ক্যাপশনের ভুলের বিষয়ে কোনোই রিপোর্ট করা যাবে না। তবে টুইটারের একজন মুখপাত্র জানিয়েছেন, অ্যাক্সেসিবিলিটি ফিচারের উন্নয়নে প্লাটফর্মটি প্রতিনিয়ত কাজ করে চলেছে।
স্বয়ংক্রিয় ভিডিও ক্যাপশন ফিচারটি চালুর মাধ্যমে মূলত টুইটারকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেছে। গত বছর অ্যাক্সেসিবিলিটি টুলসের সহায়তা ছাড়া অডিও টুইট ফিচারটি চালু করায় প্লাটফর্মটির সমালোচনা শুরু হয়। এই ঘটনার পর প্লাটফর্মটি দুটি অ্যাক্সেসিবিলিটি টিমও গঠন করে।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।