দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকারের বিরোধিতার মুখেও দেশটির সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ শেষ করবে পাকিস্তান।
পাক স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ আহমেদ বলেছেন যে, কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে তালেবান এবং পাকিস্তানী সীমান্তরক্ষীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হওয়া সত্ত্বেও ওই বেড়া নির্মাণের কাজ কোনো মতেই বন্ধ করবে না ইসলামাবাদ।
তিনি আরও বলেন, দু’দেশের মধ্যকার ডুরান্ট লাইন বরাবর কাঁটাতারের বেড়া স্থাপনের এই কাজ শেষ করা হবে।
১৮৯৩ সালে তৎকালীন বৃটিশ ভারতের সঙ্গে আফগান সরকারের স্বাক্ষরিত ডুরান্ট চুক্তি অনুযায়ীই এই দুই দেশের মধ্যে যে লাইন টানা হয়েছিল সেটি ডুরান্ট লাইন নামেই পরিচিত। বর্তমানে আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে এই লাইন অবস্থিত; যদিও আন্তর্জাতিক সীমান্ত হিসেবে এটি চিহ্নিত নয়।
পাকিস্তান এই লাইনকেই আন্তর্জাতিক সীমান্ত হিসেবে চিহ্নিত করে সেখানে কাঁটাতারের বেড়া স্থাপনের কাজ শুরু করেছে। তবে আফগানিস্তানের কোনো সরকারই গত ১০০ বছরের বেশি সময় ধরে এই লাইনকে আন্তর্জাতিক সীমান্ত হিসেবে মেনে নেয়নি। কারণ হলো, ওই লাইনের মাধ্যমে পশতুন জনগোষ্ঠী দুই ভাগে বিভক্ত হয়ে গেছে ও কাবুল মনে করে, ডুরান্ট লাইন টানার কারণে ১০৩ বর্গকিলোমিটার ভূমি আফগানিস্তানের হাতছাড়া হয়ে গেছে।
সম্প্রতি ডুরান্ট লাইন বরাবর কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে তালেবান এবং পাকিস্তানী সীমান্তরক্ষীদের মধ্যে সংঘর্ষও হয়েছে। তাছাড়াও গত সপ্তাহে আফগানিস্তানের নানগারহার প্রদেশের সীমান্তে ডুরান্ট লাইন বরাবর পাকিস্তানকে একটি সামরিক স্থাপনা নির্মাণেও বাধা দিয়েছে তালেবান সীমান্তরক্ষীরা।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।