দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আগামী এক বছরের জন্য ইউএনডিপির (জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি) শুভেচ্ছাদূত হিসেবে নিযুক্ত হয়েছেন দেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।
বিভিন্ন উন্নয়নমূলক কাজে স্বেচ্ছাসেবক হিসেবে অংশগ্রহণের জন্য জয়া আহসান ইতিমধ্যেই ব্যাপক প্রশংসিত হয়েছেন। সে কারণে তিনি এবার ইউএনডিপির শুভেচ্ছাদূত হয়েছেন। ইউএনডিপির শুভেচ্ছা দূত হিসেবে, তিনি মূলত, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা কিংবা এসডিজি অর্জনে সবার সচেতনতা বাড়াতে কাজ করে যাবেন।
এ সম্পর্কে জয়া আহসান বলেছেন, ‘আমি ইউএনডিপির শুভেচ্ছাদূত হতে পেরে একদিকে যেমন আনন্দিত আরেকদিকে ইউএনডিপির সঙ্গে দেশের মানুষের জন্য কাজ করতে পারবো ভেবে নিজেকে আমি সম্মানিত মনে করছি। আমাদের এই সুন্দর পৃথিবী রক্ষার জন্য যেই লক্ষ্যমাত্রা যা এসডিজি নামে পরিচিত বা নির্ধারণ করা হয়েছে, ২০৩০ সালের মধ্যে সেটি অর্জন করতে হলে সকলকে একসঙ্গে কাজ করতে হবে। আমি আমার কাজের মধ্যেদিয়ে এই বিষয়ে সচেতনতা বাড়াতে চেষ্টা করবো, যেনো আমরা সবাই মিলে বাংলাদেশ সহ বিশ্বকে আরও সুন্দর, সহনশীল করে গড়ে তুলতে পারি।’
জয়া আরও বলেন, ‘এ পৃথিবীকে সুন্দর ও বাসযোগ্য করে গেড় তোলা আমাদের সবারই অঙ্গীকার, এই অঙ্গীকার রক্ষা করতে হলে আমাদের সবাইকে যার যার স্থান থেকে দায়িত্ব পালন করতে হবে। তবেই এসডিজি অর্জন করা সম্ভব হবে।’
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।