দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ তার পরনে সাদা শাড়ি, তাতে নীল স্ট্রাইপ। সঙ্গে সাদা ব্লাউজ। মলিন মুখ, পা গুটিয়ে বসে রয়েছেন তিনি। যেনো দৃষ্টি অপলক। একটি ছবিতে বর্তমানের সবচেয়ে আলোচিত অভিনেত্রী মেহজাবীন চৌধুরীকে ঠিক এমনিভাবেই দেখা গেছে!
ছোট চুলে, ফ্যাকাশে মুখে কেনোই বা মেহজাবীন এভাবে বসে রয়েছেন? আরেকটি ছবিতে তাকে দেখা যাচ্ছে তিনি কারাগারে! কিন্তু কেনো?
ব্যতিক্রমী সব চরিত্রে অভিনয় করে আলোচনায় থাকা এই সময়ের ব্যস্ত এই অভিনেত্রীর এমন দুটি ছবি প্রকাশ করে ভিডিও স্ট্রিমিং প্লাটফর্ম চরকি। স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে চরকির প্রযোজনায় নতুন কোনো কনটেন্টের ছবি এটি।
কিছুদিন পূর্বে চরকি প্রকাশ করেছিল আফরান নিশোর নতুন এক লুক। তাতে দর্শক মহলে বেশ আলোচনা দেখা দেয়। বছরের শুরুতেই চরকি ঘোষণা দিয়েছে যে, এই বছর দর্শকদের জন্য নানা রকম আয়োজনে সাজানো হয়েছে চরকি। অরিজিন্যাল সিনেমা, সিরিজ, শর্টফিল্ম রিলিজ দিয়ে সারা বছর দর্শক মাতিয়ে রাখার প্রতিশ্রুতি থেকে একের পর এক কন্টেন্ট রিলিজ দিয়ে যাবে চরকি।
চরকির সঙ্গে মেহজাবীন চৌধুরী এই প্রথম কোনো কনটেন্টে কাজ করছেন। মেহজাবীনের এই লুক কোন কনটেন্টের জন্য তা অবশ্য এখনই প্রকাশ করছে না চরকি।
শুধুমাত্র সংবাদ বিজ্ঞপ্তিতে চরকি জানিয়েছে, ‘এমন লুকে কবে, কখন মেহ্জাবীনকে দেখা যাবে তা জানতে হলে দর্শকদের আরেকটু অপেক্ষা করতে হবে!’ তথ্যসূত্র: চ্যানেল আই।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।