Categories: জাতীয়

জাতির জনকের স্বদেশে ফেরার দিন আজ

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ রক্তাক্ত যুদ্ধের পর ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর আরাধ্য স্বাধীনতা অর্জিত হলেও তা পূর্ণতা পেয়েছিল মূলত আজকের দিনে, যখন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে ফিরে এসেছিলেন তার প্রিয় জন্মভূমিতে।

যুদ্ধে বিজয়ের ২৪ দিন পর ১৯৭২ সালের ১০ জানুয়ারি স্বাধীন দেশে পা রাখেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। দিনটি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস হিসেবে পালিত হয়ে আসছে।

১৯৭১ সালের ২৫ মার্চ সকাল হতেই ঢাকার পরিবেশ ছিল থমথমে। শেখ মুজিব-ইয়াহিয়া আলোচনা পণ্ড হয়ে গেছে- এ খবর দাবানলের মতো ছড়িয়ে পড়লে ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর বাসভবনের সামনে অবস্থান নেন হাজারো মানুষ; অপেক্ষা শুধু নির্দেশের..যুদ্ধ শুরুর নির্দেশনা।

Related Post

বঙ্গবন্ধু বেশ কয়েকবার ঘর থেকে বেরিয়ে জনতার উদ্দেশে বক্তব্য দেন, তবে তখনও শেষ নির্দেশনা প্রকাশ্যে আনার সময় আসেনি বলেই বিবেচনা করেছিলেন জাতির পিতা। সেদিন আওয়ামী লীগের পক্ষ হতে প্রেসিডেন্টকে দেওয়া সংবিধানের খসড়ার চূড়ান্ত প্রতিবেদন অনুমোদনের জন্য সময় নির্ধারণের কথাও ছিল। এজন্য ইয়াহিয়ার পক্ষ থেকে ফোন আসার কথা ছিল; তবে সেই ফোন আর আসেনি।

জেনারেল ইয়াহিয়া খান গোপনে সেদিন সন্ধ্যায় পশ্চিম পাকিস্তানে চলে গিয়েছিলেন, তার নির্দেশনা অনুযায়ী তখন পূর্ব পাকিস্তানে তৎপর হয় তারই বাহিনী। ইয়াহিয়ার ঢাকা ত্যাগের খবর পেয়েই ৩২ নম্বরে বৈঠকে বসেছিলেন আওয়ামী লীগ নেতাকর্মীরা।

রাতেই পাকিস্তানি সেনাবাহিনীর একটি অংশ ঢাকা রাজারবাগ পুলিশ লাইনসে আক্রমণ শুরু করে দেয়। পাকিস্তানি আর্মি ঢাকা রেডিওর দখল নিয়ে নেয়, তবে গোপন ৩টি ট্রান্সমিটার আগে থেকে প্রস্তুত রেখেছিলেন বঙ্গবন্ধু। সেগুলোতে টেলিফোনে নিজের ঘোষণা রেকর্ড করান তিনিই। ভিন্ন ভিন্ন সময় ভিন্ন ভিন্ন বার্তা প্রচারের ব্যবস্থাও করেন। যার মধ্যদিয়েই ওই কালরাতে জাতি পেয়ে যায় তার সেই দিকনির্দেশনা।

বঙ্গবন্ধুর সেই স্বাধীনতার ঘোষণাটা ছিল ঠিক এমন- ‘এটাই হয়ত আমার শেষ বার্তা, আজ থেকে বাংলাদেশ স্বাধীন। বাংলাদেশের জনগণ, তোমরা যে যেখানেই আছো এবং যার যা কিছু আছে তাই নিয়ে শেষ পর্যন্ত দখলদার সৈন্য বাহিনীকে প্রতিরোধ করার জন্য আমি তোমাদের আহ্বান জানাচ্ছি। পাকিস্তান দখলদার বাহিনীর শেষ সৈনিকটিকে বাংলাদেশের মাটি থেকে বিতাড়িত করে চূড়ান্ত বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত তোমাদের যুদ্ধ চালিয়ে যেতে হবে।’

পাকিস্তানী বাহিনীর তাণ্ডবের মধ্যেই রাত ১টার দিকে পাকিস্তানের সেনারা ট্যাংক আর সাঁজোয়া যান নিয়ে ধানমণ্ডির বাড়ি হতে গ্রেফতার করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। ১ এপ্রিল তাকে বিমানে করে নিয়ে যাওয়া হয় পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে। তারপর নেওয়া হয় মিয়ানওয়ালির কারাগারে। থাকতে দেওয়া হয় ফাঁসির আসামিদের জন্য নির্ধারিত একটি সেলে। মুক্তি পাওয়ার আগ পর্যন্ত সেখানে এবং পাঞ্জাবের উত্তরে লায়ালপুর ও শাহিওয়ালের দুটি কারাগারে কাটাতে হয় বঙ্গবন্ধুকে।

অবশেষে দেশ স্বাধীনের পর বিশ্ব জনমতের চাপে ১৯৭২ সালের ৮ জানুয়ারি ভোরে বঙ্গবন্ধুকে মুক্তি দিতে বাধ্য হয় পাকিস্তান সরকার। মুক্তির পর তিনি প্রথমে লন্ডন যান। সেখান থেকে ব্রিটিশ বিমান বাহিনীর একটি বিমানে করে ১০ জানুয়ারি দিল্লি পৌঁছান। তারপর আজকের এই দিন ১০ জানুয়ারী ঢাকায় পৌঁছান।

জাতি আজ শ্রদ্ধাভরে স্মরণ করছে আজকের এই দিনটি। তথ্যসূত্র: একুশে টেলিভিশন।

করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়

# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।

This post was last modified on জানুয়ারী ১০, ২০২২ 4:50 অপরাহ্ন

স্টাফ রিপোর্টার

Recent Posts

পুষ্টিবিদরা যা বলেন: সুজি খাওয়া উপকারী নাকি ক্ষতিকর?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অনেকই সুজি খেতে খুবই ভালোবাসেন। তাই তারা প্রতিদিন সুজির পায়েস,…

% দিন আগে

বাংলা এবং হিন্দিতে ‘দরদ’-এর ট্রেলার ও গান প্রকাশ [ট্রেলার]

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথমবারের মতো প্যান ইন্ডিয়ান চলচ্চিত্র বানিয়েছেন নির্মাতা অনন্য মামুন। ঢালিউড…

% দিন আগে

মুরগির লেগপিস প্রতিদিন খাওয়া কী ভালো?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আপনার যদি প্রতিদিন চিকেন খাওয়ার অভ্যাস থাকে, তাহলে জেনে রাখুন,…

% দিন আগে

উপদেষ্টা নাহিদকে নিয়ে নানা অপপ্রচার: সাবধান করেছেন সমন্বয়ক মাসউদ

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কোটা সংস্কার আন্দোলনের সংগঠন ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’- এর অন্যতম সমন্বয়ক…

% দিন আগে

ইলন মাস্ককে এক লাখ সরকারি চাকরি বাতিলের দায়িত্ব দিলেন ডোনাল্ড ট্রাম্প

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্কিন যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী প্রচারণায় প্রতিশ্রুতি দেন…

% দিন আগে

গোল্ডেন আউল: ৩১ বছর ধরে চলা গুপ্তধন অধ্যায়ের সমাপ্তি ঘটলো

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অবশেষে গত ৩১ বছর ধরে চলা ‘গোল্ডেন আউল’ বিতর্কের অবসান…

% দিন আগে