১১ বছর আগের বাদামের ঋণশোধ করতে যুক্তরাষ্ট্র থেকে উড়ে এলেন ভাইবোন!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মানুষের চরিত্র কতোই না বিচিত্র! কখনও কোটি কোটি টাকা ঋণ নিয়েও তা শোধ করেননি- এমন ঘটনার কথাও শোনা যায়। তবে ‘ঋণ’ যদি হয় কয়েক ঠোঙা চীনাবাদামের দাম? তাহলে?

আপনি কী এমন এক ঋণ হাজার হাজার মাইল উড়ে আসবেন? আপনি? আদৌ কী সেই ‘তুচ্ছ’ ঋণ মেটাবেন? তাও আবার ১১ বছর পর, বিদেশ থেকে হাজার হাজার মাইল উড়ে এসে?

ভাবতেও অবাক লাগে, মাত্র কয়েক ঠোঙা চীনেবাদামের দাম মেটানোর কথা অনেকেই ভুলে যেতে পারেন। কিন্তু ভোলেননি অন্ধ্রপ্রদেশের ১১ বছর আগের দুই বাসিন্দা। তারা এই মুহূর্তে আমেরিকা প্রবাসী দুই ভাইবোন। প্রায় ১১ বছর আগে ছেলেমেয়ের জন্য কয়েক ঠোঙা চীনাবাদাম কিনেছিলেন অন্ধ্রপ্রদেশের ওই বাসিন্দা। সেই সময় দাম মেটাতে পারেননি তিনি। তবে কথা দিয়েছিলেন, পরে সেই ঋণশোধ করবেনই। এতোবছর পর ওই ব্যক্তির হয়ে কথা রেখেছেন তারই ছেলেমেয়ে।

সচরাচর ঋণশোধের এমন কথা কখনও শোনা যায় না। তবে সম্প্রতি এই কাজটি করেছেন দুই ভাইবোন। বাবার ১১ বছর আগেকার ‘ঋণশোধ’ করতে আমেরিকা থেকে ভারতে ফিরে এলেন তারা। সংবাদমাধ্যমের কাছে পুরো বিষয়টি জানিয়েছেন আমেরিকায় শিক্ষারত ২১ বছরের নেমানি প্রণব ও তারই ছোট বোন সুচিতা।

ঘটনাটি ২০১০ সালের। অন্ধ্রপ্রদেশের পূর্ব গোদাবরী জেলার কাঁকিনাড়া শহরে ইউ কোথাপল্লির সমুদ্রতটে মা-বাবার হাত ধরে বেড়াতে গিয়েছিলেন ছোট্ট প্রণব ও সুচিতা। সেই সময় প্রণবের বয়স ছিল মাত্র ১০ বছর। সমুদ্রের ধারে বেড়াতে বেড়াতে সেখানকার এক ফেরিওয়ালার কাছ থেকে কয়েক ঠোঙা চীনাবাদাম কেনেন প্রণব-সুচিতার বাবা মোহন।

তখন বাদামের দাম মেটাতে গিয়ে ঘটে বিপত্তি! নিজের মানিব্যাগই যে বাড়িতে ফেলে এসেছিলেন মোহন! তবে বাচ্চাদের দিকে তাকিয়ে আশ্বস্ত করেন ফেরিওয়ালা- চীনাবাদামের দাম পরে মেটালেও হবে! ফেরিওয়ালার কথা শুনে তখনকার মতো চীনাবাদাম নিয়ে বাড়ি ফেরেন মোহন। তবে ফেরার পূর্বে সঙ্গের ক্যামেরায় ওই ফেরিওয়ালার ছবি তুলে নিয়ে এসেছিলেন তিনি। জেনে নিয়েছিলেন তার নামও, গিনজলা পেড্ডা সত্যাইয়া। কথা দিয়েছিলেন যে, পরে কোনও এক দিন চীনাবাদামের দাম তিনি মিটিয়ে দেবেন।

সত্যাইয়াকে কথা দিলেও তখনকার মতো কথা রাখতে পারেননি মোহন। কিছু দিনের মধ্যেই সপরিবার আমেরিকায় চলে যান। পরে দেশে ফিরে ওই সমুদ্রতটে গিয়েও সত্যাইয়ার দেখা পাননি মোহন। ‘ঋণশোধ’ করতে মরিয়া হয়ে এবার এক বন্ধুর সাহায্য প্রার্থনা করেন তিনি। কাঁকিনাড়া বিধানসভা আসনের তৎকালীন বিধায়ক ডি চন্দ্রশেখর রেড্ডিই হলেন সেই বন্ধু, যিনি মোহনের কথা শুনে সত্যাইয়ার খোঁজ শুরু করে দেন। মোহনের কাছ থেকে সত্যাইয়ার ছবি নিয়ে তা নিজের ফেসবুক ওয়ালে পোস্টও করেছিলেন রেড্ডি। সেইসঙ্গে নিজের ব্যক্তিগত সচিব গোবিন্দরাজুলুকেও সত্যাইয়ার খোঁজ করতে বলেন।

বেশ কয়েক বছর খোঁজাখুঁজির পর অবশেষে নেটমাধ্যমে সত্যাইয়ার ছবি দেখে তার গ্রামের মানুষ গোবিন্দরাজুলুর সঙ্গে যোগাযোগ করেন। সম্প্রতি প্রণবদের সেই সুখবর দেন গোবিন্দরাজুলু। গোবিন্দরাজুলুর থেকে খবর পেয়ে তড়িঘড়ি আমেরিকা থেকে দেশে ফিরে আসেন প্রণব ও সুচিতা। ২১ বছরের প্রণব এখন আমেরিকায় স্নাতক স্তরে পড়াশোনা করছেন।

গত ৩০ ডিসেম্বর সত্যাইয়ার সঙ্গে দেখা করতে তার গ্রামে যান প্রণবরা। তারা জানতে পারেন, সত্যাইয়া মারা গিয়েছেন। তবে তার পরিবারের হাতে ২৫ হাজার টাকা তুলে দিয়েছেন প্রণব-সুচিতা। ১১ বছর পরে হলেও চীনাবাদামের ‘ঋণশোধ’ করলেন তারা!

করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়

# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।

This post was last modified on জানুয়ারী ১১, ২০২২ 4:20 অপরাহ্ন

স্টাফ রিপোর্টার

Recent Posts

মোটা হলে ব্রণ হতে পারে! ফলে-শাকেই তার ক্ষয়

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ব্রণ বিষয়ে চিকিৎসকরা মনে করেন, অ্যাডাল্ট অ্যাকনির নেপথ্যে মূল কারণ…

% দিন আগে

স্যামসাং নিয়ে এলো দূর্দান্ত এআই সুবিধাযুক্ত নিও কিউএলইডি ৮কে টিভি

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সেরা প্রযুক্তি আও উদ্ভাবনের জোরে বিনোদনের সংজ্ঞাকে প্রতিনিয়ত পাল্টে দিচ্ছে…

% দিন আগে

ভিটামিন বি১২-এর অভাবে রক্তাল্পতা ও দেখা দেয় স্নায়ুর রোগও!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভিটামিন বি১২ শরীরের কতগুলো গুরুত্বপূর্ণ কাজ পরিচালনা করে। তাই এই…

% দিন আগে

আজিমপুর কবরস্থানে শায়িত হলেন প্রবীর মিত্র

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আজ (সোমবার) আজিমপুর কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন বাংলা সিনেমার কিংবদন্তী…

% দিন আগে

ইসরায়েলি হামলায় গাজায় প্রাণহানি পৌনে ৪৬ হাজার ছাড়ালো

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় গত ৩ দিনে…

% দিন আগে

রিল তৈরি করতে জাতীয় সড়কে আগুন! যুবক গ্রেফতার

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভিডিও ভাইরাল করতে গিয়ে এক যুবক দেশলাই জ্বালিয়ে পেট্রোলের উপর…

% দিন আগে