দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ স্পাইডারম্যান কমিক বইয়ের একটি পাতা গত ১৩ জানুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রে এক নিলামে রেকর্ড পরিমাণ দামে বিক্রি হয়েছে। টেক্সাসের ডেলাস শহরের নিলামে দাম ওঠে ৩৩ লাখ ৬০ হাজার মার্কিন ডলার। যা বাংলাদেশী টাকায় সাড়ে ২৮ কোটি টাকা!

১৯৮৪ সালে প্রকাশিত স্পাইডারম্যানের কালো সিম্বিওট স্যুটের প্রথম উপস্থিতিটি দেখানো হয় ওই পেজে। নিলামে বিক্রি হওয়া এই কমিক চরিত্রটি বর্তমানে বিশ্বে সবচেয়ে দামি সুপারহিরো চিত্রকর্ম হিসেবে স্থান করে নিতে সমর্থ হয়েছে। কালো সিম্বিওট স্যুটের প্রথম উপস্থিতি দেখানো হয় মার্ভেল কমিক্সের সিক্রেট ওয়ারস নম্বর ৮-এর ২৫ তম পৃষ্ঠাতে। ছবিটি এঁকেছিলেন মাইক জেক নামে এক চিত্রশিল্পী। এই চিত্রকর্ম থেকে পরে মাইক জেক ‘অ্যান্টি-হিরো ভেনম’ চরিত্রটি সৃষ্টি করেছিলেন।
উল্লেখ্য, গত কয়েক দশকে স্পাইডারম্যান-সুপারম্যানের সিনেমা তৈরি হয়েছে। যার জনপ্রিয়তা ছড়িয়েছে পুরো বিশ্বজুড়ে। স্পাইডারম্যান তথা পিটার পার্কারের চরিত্রে অভিনয় করেছেন একাধিক হলিউড খ্যাতিমান তারকা। তাছাড়াও মার্ভেল সিরিজের অন্যা চরিত্র যেমন ক্যাপ্টেন আমেরিকা, থর, আয়রণ ম্যান, হাল্ক ইত্যাদি চরিত্রেরও জনপ্রিয়তাও রয়েছে বিশ্বজুড়ে।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।