দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আগামী মার্চ মাস থেকে আফগানিস্তানে সব বয়সের ছেলে-মেয়েরা স্কুলে যেতে পারবে। নতুন শিক্ষাবর্ষের প্রথম দিন (২১ মার্চ) থেকে সবার জন্য স্কুল খুলে দেওয়ার ঘোষণা দিলো তালেবান সরকার।
সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বিশেষ প্রতিনিধি দলের প্রধান টমাস ওয়েস্ট বিবিসি পশতুকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান যে, তালেবান যদি মেয়েদের স্কুলে যেতে দেয় তাহলে যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক সম্প্রদায় শিক্ষকদের বেতন দেবে। মার্কিন প্রতিনিধির এই মন্তব্যের পর আফগান সরকার সবার জন্য শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে দাবি করেছে বিশ্লেষকরা।
এই বিষয়ে আফগানিস্তানের শিক্ষাবিদ খলিল আহমেদ কানজো বলেছেন, ‘যদি স্কুল পুনরায় খোলার বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের দাবি বিবেচনা না করা হয়ে থাকে, তাহলে শীঘ্রই আমরা এই সরকারের পতন দেখবে পাবো।’
এদিকে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা বাহ্যিক চাপের কথা অস্বীকার করে স্থানীয় টোলো নিউজকে বলেছেন যে, স্কুলগুলো সাময়িকভাবে বন্ধ রয়েছে। আগামী বসন্তকালে সকল শিক্ষাপ্রতিষ্ঠান সবার জন্যই খুলে দেওয়া হবে।
দেশটির শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশনা ও জনসংযোগ কর্মকর্তা আজিজ আহমেদ রেয়ান বলেছেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা আন্তর্জাতিক সম্প্রদায় শিক্ষকদের বেতন পরিশোধ না করলেও আমরা আগামী বসন্তে স্কুল খুলে দেবো। আমাদের এই সিদ্ধান্তের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক সম্প্রদায়ের চাহিদার কোনো সম্পর্কই নেই।’
দেশটির উচ্চ শিক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র আহমদ তাক্বি এই বিষয়ে বলেছেন, ‘মন্ত্রণালয় দ্রুত বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার চেষ্টাও করছে।’
উল্লেখ্য, গত বছরের ১৫ আগস্ট রাজধানী কাবুল দখলের মাধ্যমে আফগানিস্তানের ক্ষমতা দখলের পর দেশটির শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেয় উগ্রবাদী গোষ্ঠী তালেবান। বিশেষত সপ্তম হতে দ্বাদশ শ্রেণীর মেয়েদের স্কুলে যাওয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করে তালেবান। তবে সবার জন্যই শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য তালেবান সরকারকে চাপ দিয়ে আসছে আন্তর্জাতিক সম্প্রদায়। দেশটির অভ্যন্তরেও শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য চাপ সৃষ্টি হয়েছে।
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।
This post was last modified on জানুয়ারী ২৫, ২০২২ 9:27 পূর্বাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অনেকই সুজি খেতে খুবই ভালোবাসেন। তাই তারা প্রতিদিন সুজির পায়েস,…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথমবারের মতো প্যান ইন্ডিয়ান চলচ্চিত্র বানিয়েছেন নির্মাতা অনন্য মামুন। ঢালিউড…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আপনার যদি প্রতিদিন চিকেন খাওয়ার অভ্যাস থাকে, তাহলে জেনে রাখুন,…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কোটা সংস্কার আন্দোলনের সংগঠন ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’- এর অন্যতম সমন্বয়ক…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্কিন যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী প্রচারণায় প্রতিশ্রুতি দেন…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অবশেষে গত ৩১ বছর ধরে চলা ‘গোল্ডেন আউল’ বিতর্কের অবসান…