দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নতুন সংগীতায়োজনে চ্যানেল আই ক্ষুদে গানরাজ (২০১৩) তারকা রাইসা এবার গাইলেন কালজয়ী সিনেমা ‘পিচ ঢালা পথ’ এর শ্রোতাপ্রিয় গান ‘ফুলের কানে ভ্রমর এসে’ গানটি।
গত সোমবার ওয়ার্ল্ড মিউজিক বাংলা নামে ইউটিউব চ্যানেলে গানটি অবমুক্ত করা হয়েছে। এই বিষয়ে সংবাদ মাধ্যমকে রাইসা জানান, ইজাজ খান স্বপন আঙ্কেলের সার্বিক সহযোগিতায় নতুন সংগীতায়োজনে গানটির ভিডিও করেছি। নতুন করে বিখ্যাত এই গানটির সংগীতায়োজন করেন এম এ রহমান।
রাইসা বলেছেন, ভিডিওটি খুব মজা করেই করেছি। স্বপন আঙ্কেল সমস্তটাই এই আয়োজন করেছেন। তার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
বর্তমানে রাইসা পড়াশোনা করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা পানি ও পরিবেশ বিভাগে। পড়াশোনার ফাঁকে ফাঁকে গান নিয়েই তার ব্যস্ততা। তিনি কথায় কথায় জানালেন, কভার ছাড়াও মৌলিক গানও করেছেন কয়েকটি। ইতিমধ্যে ২০২০ সালের শেষ দিকে ফরিদ বঙ্গবাসীর সুরে এবং মিউজিক কম্পোজে ‘তোমার সাথে ভাব করিয়া’- শিরোনামে একটি গানও করেছেন। ওই গানের কথা লিখেছেন রুশমী চৌধুরী।
এছাড়াও ‘ক্যাম্পাসের দিনগুলো’ নামে আরো একটি মৌলিক গানও রয়েছে রাইসার। শরিফুল হকের লেখায় গানটির সুরও করেছেন রাইসা নিজেই। যে গানটি শিল্পীর নিজস্ব ইউটিউব চ্যানেল ‘রাইসা সুগন্ধী’তে দেখা যাচ্ছে।
সামনে বেশ কয়েকটি মৌলিক গান করছেন বলেও জানিয়েছেন রাইসা। পড়া-লেখার পাশাপাশি নিয়মিত গান করতে চান তিনি। সূত্র: চ্যানেল আই।
দেখুন ভিডিও গানটি
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।