দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ গেমের প্রতি আসক্তি ও এর নানা রকম প্রভাব সম্পর্কে আমরা সবাই ওয়াকিবহাল। কিন্তু এই গেম যে কোনো ব্যক্তির জীবন বাঁচাতে পারে তা আমরা আগে কখনও কল্পনাও করিনি। তবে এবার তাই ঘটেছে!
আমরা এতোদিন জেনে এসেছি গেমই ইতিবাচক ভূমিকা রেখেছে- এমন প্রমাণ পাওয়া গেছে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে। একটি গেম শহরটির একজন বৃদ্ধার জীবন রক্ষা করেছে।
জানা যায়, ৫ ফেব্রুয়ারি রাতে বাসায় একাই ছিলেন ৮০ বছর বয়সী বৃদ্ধা ডেনিসে হোল্ট। এই সময় এক ব্যক্তি জানালা ভেঙে ঘরের ভেতরে ঢুকে পড়েন। জানালার কাচে শরীর কেটে রক্তে মাখামাখি অবস্থা ছিল ওই ব্যক্তির। এমনকি পরনে ছিল না কোনো পোশাকও!
সেদিন রাতের বর্ণনা দিতে গিয়ে ডেনিসে বলেছেন, ওই ব্যক্তি অনুপ্রবেশের পর কাঁচি তাক করে তাকে ভয় দেখান তিনি। আবার ক্ষতির কোনোই উদ্দেশ্য নেই বলেও আশ্বস্ত করেন। তারপর তাকে বাধ্য করেন ওই ব্যক্তির সঙ্গে গোসল করতে। শেষে ওই ব্যক্তি তাকে তার বাড়ির নিচের একটি ঘরে আটকেও রাখেন।
ডেনিসের বড় মেয়ে মেরেডিথ হোল্ট কোল্ডওয়েল থাকেন দেশটির ওয়াশিংটন অঙ্গরাজ্যের সিয়াটল শহরে। নিয়ম করে প্রতিদিন তার কাছে জনপ্রিয় গেম ওয়ার্ডলের স্কোর পাঠাতেন ডেনিসকে। তবে সেদিনের ঘটনার কারণে তিনি মেয়ের কাছে গেমের স্কোর পাঠাতে পারেননি। বৃদ্ধা বলেন, তার কাছে থেকে স্কোর না পেয়ে সন্দেহ জাগে তার মেয়ে কোল্ডওয়েলের মনে। সঙ্গে সঙ্গে বিষয়টি তিনি জানান শিকাগো পুলিশকে। অভিযোগ পেয়ে ৬ ফেব্রুয়ারি ডেনিসের বাসায় অভিযান চালান পুলিশ। এক ঘণ্টা ধরে চেষ্টার পর আটক করা হয় বাসায় আক্রমণ করা ওই ব্যক্তিকে। তারপর উদ্ধার করা হয় ডেনিসকে। এই গেমের কারণেই উদ্ধার হলেন ওই বৃদ্ধা।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।