আত্মহত্যা প্রবণতা কার আছে- রক্ত পরীক্ষায় তা জানা যাবে!

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ কার আত্মহত্যার প্রবণতা রয়েছে সেটি এখন রক্ত পরীক্ষার মাধ্যমে আগে-ভাগেই যেনে নেওয়া যাবে সহজেই- এমনটাই বলেছেন গবেষকরা।

আত্মহত্যা আমাদের দেশে একটি বড় সমস্যা। মানুষ যখন নানা ধরনের সমস্যায় পড়েন, তখন কোন পথ না দেখে আত্মহত্যার পথ বেছে নেন। তবে এই আত্মহত্যা যে কোন সমাধান হতে পারে না সেই মানুষটি তখন বেমালুম ভুলে যান। স্বামী-শ্বাশুড়ীর অত্যাচার, বখাটেদের উৎপাত, প্রেমে ব্যর্থতা ইত্যাদি পারিবারিক নানা সমস্যা আমাদের সমাজে আত্মহত্যা প্রবণতাকে বাড়িয়ে দিচ্ছে ক্রমেই। আর নিয়ে গবেষণারও যেনো শেষ নেই।

তবে এখন ছোট্ট একটি রক্ত পরীক্ষার মাধ্যমে আগেই জানা যাবে কারো মধ্যে আত্মঘাতি হওয়ার প্রবণতা রয়েছে কিনা। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা ইউনিভার্সিটি স্কুল অব মেডিসিনের গবেষকরা মানুষের রক্তে আত্মহত্যা প্রবণতাসৃষ্টিকারী কয়েকটি ধারাবাহিক রিবোনিউক্লিক অ্যাসিড (আরএনএ) উপাদান সনাক্ত করেছে।

গবেষকরা জানিয়েছেন, আত্মহত্যার চেষ্টা করা বা আত্মহত্যার করেছে এমন মানুষের রক্তে তারা অতি উচ্চমাত্রায় এই আরএনএ বায়োমার্কার লক্ষ্য করেছেন। তাই তারা বলছেন, এখন এই প্রযুক্তি কাজে লাগিয়ে সহজেই বলে দেয়া যাবে কারো মধ্যে আত্মহত্যা প্রবণতা রয়েছে কিনা। রক্তে নির্দিষ্ট ওই আরএনএ বায়োমার্কারের তারতম্য লক্ষ্য করলেই এ তথ্য জানা যাবে অতি সহজেই।

আইইউ স্কুল অব মেডিসিনের ডিরেক্টর অব দ্য ল্যাবটরি অব নিউরোফিনোমিকস অ্যাট দ্য ইনিস্টিটিউট অব সাইক্রিয়েটিক রিসার্চ এর গবেষক ড. আলেকজান্ডার বি নিকুলেসকু বলেন, ‘মনোবিদ্যায় আত্মহত্যা প্রবণতা একটি বড় সমস্যা। এটি সামরিক বেসামরিক উভয় ক্ষেত্রেই বড় সমস্যা হয়ে দেখা দিয়েছে। তবে এটি চিহ্নিত করার কোনো নৈবেত্তিক চিহ্ন নেই। অনেক মানুষই আছে যারা আত্মহত্যার কথা ভাবছে কিন্তু সেটি প্রকাশ করছে না। যখন এটি তারা করে ফেলে তখন আর কিছু করার উপায় থাকে না। আমরা এখন চেষ্টা করছি এই প্রবণতা সনাক্তে একটি ভালো উপায় খুঁজে বের করতে। যাতে এমন বিয়োগাত্মক ট্রাজেডি ঠেকাতে কিছু করা সম্ভব হয়’, এমনটাই বলেছেন তিনি।

তারা বলেছেন, নিকুলেসকু ও তার সহযোগিরা তিন বছরেরও বেশি সময় ধরে এই ধরনের রোগীদের নিয়ে গবেষণা করেছেন। তারা এই ধরনের রোগে আক্রান্তদের যেমন সাক্ষাৎকার নিয়েছেন তেমনি প্রতি ৩ থেকে ৬ মাস অন্তর অন্তর সংগ্রহ করেছেন তাদের রক্তের নমুনা। এসময় তারা আত্মহত্যা প্রবণতা নিয়ে চিকিৎসাগ্রহণকারীদের রক্তের আরএনএ নমুনার তারতম্য লক্ষ্য করেছেন বলে জানান গবেষকরা।

Related Post

আর সেটিকে কাজে লাগিয়েই রক্ত পরীক্ষার মাধ্যমে কিভাবে এই প্রবণতার কথা আগেভাগে জানা যায় তা আবিষ্কার করেছেন। এই রক্ষ পরীক্ষার মাধ্যমে আত্মহত্যার মতো একটি সামাজিক ব্যধি থেকে মানুষকে অনেকাংশে রক্ষা করা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। তথ্যসূত্র: বাংলাদেশ নিউজ২৪

This post was last modified on আগস্ট ২২, ২০১৩ 11:07 পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার

Recent Posts

ওপেনএআইয়ের মডেল মাত্র ১৫ সেকেন্ডেই ভয়েস ক্লোনিং করতে পারবে!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নতুন এআই মডেল মাত্র ১৫ সেকেন্ডের অডিও থেকে ভয়েস ক্লোনিং…

% দিন আগে

এক ব্যতিক্রমি সিনেমা ‘লাপাতা লেডিস’

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ পরিচালক কিরণ রাওয়ের আলোচিত সিনেমা ‘লাপাতা লেডিস’ অবশেষে মুক্তি পেলো…

% দিন আগে

এপ্রিল মাসে ভারতে রেকর্ড গরমে ৯ জনের মৃত্যু

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্চ মাস থেকেই গরমের আভাস দেওয়া হয়েছিলো ভারতে। তবে এপ্রিলের…

% দিন আগে

এবার গাজর দিয়ে তৈরি হলো বাঁশি!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমরা এতোদিন দেখে আসছি বাঁশ দিয়ে বাঁশি বানানো হয়। আর…

% দিন আগে

কুষ্টিয়ার ঐতিহাসিক ঝাউদিয়া শাহী মসজিদ

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শুক্রবার, ৩ মে ২০২৪ খৃস্টাব্দ, ২০ বৈশাখ ১৪৩১…

% দিন আগে

ইউরিক অ্যাসিডের মাত্রা কমাতে ওষুধের পাশাপাশি জীবন যাত্রায় কিছু বদল আনতে হবে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ রক্তে ইউরিক অ্যাসিড বেশি থাকলে খাওয়া-দাওয়ায় রাশ টানতে হবে। তবে…

% দিন আগে