দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষায় নকল রুখতে অদ্ভুত পদক্ষেপের কথা ঘোষণা করেছে ভারতের মধ্যপ্রদেশের ভিন্ড এবং মোরেনার জেলা শিক্ষা দফতর। পরীক্ষার সময় প্রাইভেট শিক্ষকদের থানায় আটকে রাখার নির্দেশ দিয়েছে জেলা শিক্ষা দফতর!
এমন আজব নির্দেশিকা এর আগে কখনও কোনওদিন শোনা যায়নি। জেলা শিক্ষা আধিকারিকের এই নির্দেশের পর কার্যত শোরগোল পড়ে গেছে দেশটির সর্বত্র।
হিন্দুস্তান টাইমসের এক খবরে বলা হয়, ভারতের মধ্যপ্রদেশের মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে ১৭ ফেব্রুয়ারি থেকে। এটি চলবে ১২ মার্চ পর্যন্ত। পরীক্ষার প্রথম দিন জেলা শিক্ষা দফতরের এই নির্দেশের পরই বহু প্রাইভেট শিক্ষককে থানায় থাকতে দেখা যায়।
এই নির্দেশ বাস্তবায়ন করতে আঁটঘাট বেঁধে নেমেছে সেখানকার শিক্ষা অফিস। রীতিমতো পরিকল্পনা করে এলাকা ধরে ধরে ১৫০ জন গৃহশিক্ষকের একটি তালিকাও তৈরি করা হয়। তারপর মাধ্যমিক পরীক্ষা চলাকালীন ওই শিক্ষকদের একটা অংশকে স্থানীয় থানায় বসিয়ে রাখা হয়। কিছু শিক্ষককে ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অব এডুকেশন অ্যান্ড ট্রেনিং সেন্টারে বসিয়ে রাখা হয় বলে জানা যায়। তবে পরীক্ষার সময় পার হওয়ার পর শিক্ষকদের আবারও ছেড়ে দেওয়া হয়।
তবে জেলা শিক্ষা অফিসের এই আজব নির্দেশকে কেন্দ্র করে মধ্যপ্রদেশে হৈচৈ শুরু হয়েছে। এই সিদ্ধান্তকে বাড়াবাড়ি মনে করছেন অনেকেই। অবশ্য নকল রুখতে শিক্ষা অফিসের সিদ্ধান্তের পক্ষেও মত দিয়েছেন অনেকেই।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।