দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ‘মন্টু পাইলট টু’ ছবির শুটিং-এর কারণে এবার একুশে ফেব্রুয়ারিতে ভারতে রয়েছেন অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা। তবে শুটিং এর মাঝেই শ্রদ্ধা ভরে স্মরণ করলেন ভাষা শহীদদের।
‘মন্টু পাইলট’ সিরিজের দ্বিতীয় পর্বে মিথিলার বিপরীতে রয়েছেন সৌরভ দাস। সামাজিক মাধ্যম ফেসবুকে সৌরভ একটি ভিডিও শেয়ার করেন যেখানে দেখা যায়, শুটিং সেটের সবাই গোল হয়ে দাঁড়িয়ে মহান একুশের শহীদদের শ্রদ্ধা জানাচ্ছেন। বাজছে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানটিও। এই সময় চোখের পানি ধরে রাখতে পারেননি মিথিলা। রীতিমতো কাঁদেন অঝোরে। এই সময় তাকে সান্ত্বনা দিতে থাকেন সহকর্মীরা।
ভিডিওটির ক্যাপশনে অভিনেতা সৌরভ লিখেছেন, ‘যে ভাষায় মাকে ডাকি। যে সুরে আমরা গাই গান। সারারাত শুটিংয়ের শেষে আজ ভারত লক্ষ্মী স্টুডিওতে একুশের ভোর। মন্টু পাইলটের টিমের পক্ষ হতে রইলো শ্রদ্ধা ও ভালোবাসা। অমর একুশ, ভাষা দিবস। ’
উল্লেখ্য, ২৭ জানুয়ারি হতে শুরু হয়েছে ‘মন্টু পাইলট’-এর দ্বিতীয় পর্বের শুটিং। সিনেমাটি নির্মাণ করছেন দেবালয় ভট্টাচার্য।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।