দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ একটি সংসার যে কোনো কারণের ভেঙে যেতেই পারে, এতে অবাক হওয়ার তেমন কিছুই নেই। তবে যদি একসঙ্গে ৩ ভাই-ই তাদের স্ত্রীদের তালাক দেন, তাহলে সেটা অবাক হওয়ার বিষয় বটে!
বাস্তবে এমন একটি অবাক করা ঘটনাই ঘটেছে আলজেরিয়ায়। কয়েক মিনিটের ব্যবধানে ৩ ভাই তাদের স্ত্রীকে তালাক দিয়েছেন। তাদের বিচ্ছেদের কারণও রীতিমতো হৃদয়বিদারক।
গালফ নিউজে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, আলজেরিয়ার বাসিন্দা ওই ৩ ভাই বাড়ি ফিরে দেখেন যে, তাদের অসুস্থ মাকে পাশের বাসার একজন নারী গোসল করিয়ে দিচ্ছেন। স্ত্রীদের অসুস্থ মাকে দেখভাল করতে না দেখে রেগে যান ওই তিন ভাই-ই। সে কারণে একই সঙ্গে ৩ জনই তাদের স্ত্রীকে তালাক দেন।
জানা যায়, ওই ৩ ভাইয়ের একটি বোনও রয়েছে। সপ্তাহে দু’দিন সেই বোনই এসে মাকে গোসল করিয়ে দিতেন। সেইসঙ্গে তাদের মায়ের দেখভালও করতেন। তবে সম্প্রতি তার স্বামীর ক্যান্সার ধরা পড়ায় তিনি আসতে পারছেন না।
ওই ৩ ভাই মায়ের দেখাশোনা করার জন্য স্ত্রীদের বললেও তারা দেখাশোনা করতে পারবেন না বলে সাফ জানিয়ে দেন। অসুস্থ মাকে প্রতিবেশীদের কাছে দয়া ভিক্ষা করতে দেখে রেগে গিয়ে তারা এই সিদ্ধান্ত গ্রহণ করে বলে জানা যায়।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।