দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ যুদ্ধের দামামা পুরো বিশ্বকে যেনো আতঙ্কিত করে তুলেছে। গতকাল প্রথম হামলা করে রাশিয়া। রাশিয়ার সামরিক হামলায় ইউক্রেনে ১৩৭ নিহত হয়েছে। আজ (শুক্রবার) পর্যন্ত এই খবর পাওয়া গেছে।
রাশিয়ান সেনাদের হামলার প্রথম দিনেই ইউক্রেনের অন্তত ১৩৭ নিহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এ ছাড়াও আহত হয়েছেন আরও ৩১৬ জন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বরাত দিয়ে আজ শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য দিয়েছে বার্তাসংস্থা এএফপি।
প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, বৃহস্পতিবার রাশিয়ার হামলার প্রথম দিনে সেনা ও সাধারণ মানুষসহ ইউক্রেনে ১৩৭ জন নিহত হন। জাতির উদ্দেশে দেওয়া ভিডিওবার্তায় তিনি বলেন যে, ‘আজ (বৃহস্পতিবার) আমরা আমাদের ১৩৭ জন বীর নাগরিককে আমরা হারিয়েছি। নিহতদের মধ্যে সামরিক বাহিনীর সদস্য ও বেসামরিক মানুষও রয়েছেন। এছাড়াও রাশিয়ার হামলায় আরও ৩১৬ জন ইউক্রেনীয় আহত হন।’
গতকাল (বৃহস্পতিবার) সামরিক হামলা শুরু করে রাশিয়া। হামলা শুরুর পর নিজেদের ৪০ এবং রাশিয়ার ৫০ সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে ইউক্রেন। ওইদিন প্রেসিডেন্ট জেলেনেস্কির উপদেষ্টা ওলেক্সি আরস্টোভিচ জানিয়েছিলেন যে, তিনি ৪০ জনের বেশি ইউক্রেনীয় সেনা নিহত এবং ১০ জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার খবর শুনেছেন। তারপর ভিডিও বার্তায় ১৩৭ সেনা নিহত হওয়ার খবর দিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি।
এদিকে ইউক্রেনে আটকেপড়া বাংলাদেশীদের দেশে ফেরানোর সব রকম প্রচেষ্টা অব্যাহত রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় সীমান্ত দিয়ে পোল্যান্ডের বাংলাদেশীদের দেশে ফেরানোর জন্য প্রস্তুতি নিচ্ছে। ইতিমধ্যেই একটি ফেসবুক পেজ খোলার মাধ্যমে বাংলাদেশী নাগরিকদের কাছে তথ্য চাওয়া হয়েছে। যেহেতু ইউক্রেনে বিমান চলাচল বন্ধ হয়ে গেছে তাই সীমান্ত দিয়ে পোল্যান্ডে নিয়ে সেখান থেকে বিমানে করে বাংলাদেশে ফিরিয়ে আনা হবে। তবে বাংলাদেশীদের সংখ্যা নিয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি। সরকারিভাবে ৫০০ বাংলাদেশীর কথা বলা হলেও সেখানে নাকি দেড় হাজার বাংলাদেশী রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।