দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আগামীকাল বুধবার (২ মার্চ) সংবাদ সম্মেলনে ‘কাজল রেখা’ নিয়ে বিস্তারিত জানাবেন নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম। আর তখন জানা যাবে ‘কাজল রেখা’র নাম ভূমিকায় কে অভিনয় করছেন।
ধারাবাহিকভাবে সিনেমা করছেন ‘স্বপ্নজাল’ খ্যাত গুণী নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম। এবার শুরু করছেন সরকারি অনুদান প্রাপ্ত ঐতিহাসিক প্রেক্ষাপটের ‘কাজল রেখা’ সিনেমার শুটিং।
ইতিমধ্যেই প্রাক-প্রস্তুতিও সম্পন্ন করেছেন নির্মাতা। শীঘ্রই শুটিংয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন গিয়াস উদ্দিন সেলিম। তার পূর্বে সিনেমাটি সম্পর্কে বিস্তারিত জানাতে বুধবার (২ মার্চ) বিকেলে রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
‘কাজল রেখা’ সিনেমায় কারা অভিনয় করছেন, অনুদান পাওয়ার পর থেকেই তা জানার জন্য উদগ্রিব ছিলেন সিনেমাপ্রেমীরা। সোমবার দুপুরে নির্মাতা জানান, ‘কাজল রেখা’র গুরুত্বপূর্ণ চরিত্রদের নাম।
নির্মাতা জানিয়েছেন যে, ‘কাজল রেখা’ সিনেমাটি হতে চলেছে তারকাবহুল। এতে অভিনয় করছেন জনপ্রিয় চিত্রনায়ক শরিফুল রাজ, ইরেশ যাকের, রাফিয়াত রশিদ মিথিলা, মন্দিরা চক্রবর্তী, আজাদ আবুল কালাম, সাদিয়া আয়মান, খায়রুল বাসারসহ প্রমুখ। তবে ‘কাজল রেখা’ চরিত্র কে অভিনয় করছেন? মন্দিরা নাকি মিথিলা? এ বিষয়ে বুধবার সংবাদ সন্মেলনে সবাই জানতে পারবেন বলে জানিয়েছেন ছবির নির্মাতা। এদিন সংবাদ সম্মেলনে নির্মাতার সঙ্গে শিল্পী এবং কলাকুশলীরাও উপস্থিত থাকবেন। তথ্যসূত্র: চ্যানেল আই।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।