দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কয়েকমাস ধরে মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থানরত ঢাকায় সিনেমার ‘নাম্বার ওয়ান’ খ্যাত নায়ক শাকিব খান। গত নভেম্বর দেশটিতে যাওয়ার পর থেকে তিনি বলে আসছিলেন, সেখানকার বিভিন্ন রাজ্যে নতুন সিনেমার শুটিং করবেন! অবশেষে চূড়ান্ত দিনক্ষণ জানা গেছে।
আগামী ২৮ মার্চ নায়ক শাকিব খানের জন্মদিন। বিশেষ এই দিনটি আরও স্মরণীয় করে রাখতে নিউ ইয়র্ক শহরের একটি কনভেশন সেন্টারে জমকালো মহরত অনুষ্ঠিত হবে। জানা যায়, এসকে ফিল্মসের ব্যানারে নির্মিতব্য ওই সিনেমার মহরতে আমন্ত্রিত অতিথিদের তালিকায় থাকতে পারেন নিউ ইয়র্কের প্রভাবশালী ব্যক্তিবর্গ এবং স্বনামধন্য বেশকিছু সংবাদ মাধ্যমও।
তবে আগেই কিছু জানাতে চাইলেন না নাম চূড়ান্ত না হওয়া এই সিনেমাটির পরিচালক হিমেল আশরাফ। নিউ ইয়র্ক থেকে সংবাদ মাধ্যমকে তিনি বলেছেন, সিনেমার নাম কি হবে, নায়িকা হবেন কে, কী ধরনের সিনেমা হবে এটি, কোন কোন দেশে মুক্তি পাবে, আর লুক কী থাকবে- এ টু জেড মহরতের দিন ঘোষণা দেওয়া হবে। এটুকু বলতে পারি, আমরা যেটা করতে যাচ্ছি তাতে করে ‘চোখ কপালে উঠবে’!
‘যদিও এই কাজটি অনেক ব্যয়বহুল, শাকিব ভাইয়া সাহস করছেন বলেই সম্ভব হচ্ছে। ইতিমধ্যেই সবকিছু চূড়ান্ত করে ফেলেছি।’
হিমেল আশরাফ বলেছেন, আমেরিকার মতো দেশে বাংলা সিনেমার পুরো শুটিং হবে এটা আমরা শুধু স্বপ্নই দেখতাম। সেই স্বপ্ন এবার বাস্তবে রূপ দিচ্ছেন শাকিব খান। তার উদ্যোগ, আন্তরিক চেষ্টা ছাড়া এই অসাধ্য কোনোভাবেই সাধন করা সম্ভব হতো না। তথ্যসূত্র: চ্যানেল আই।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।